মর্টার শেল নিক্ষেপ,: রোহিঙ্গা নিহত, আহত ছয়জন

আগের সংবাদ

মাঠে মারমুখী আওয়ামী লীগ

পরের সংবাদ

শিবগঞ্জে সিআইজি মৎস্যচাষিরা পেল পিকআপ ভ্যান

প্রকাশিত: সেপ্টেম্বর ১৮, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: সেপ্টেম্বর ১৮, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি : ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম ফ্রেজ-২ প্রকল্পের আওতায় মাছ পরিবহনের জন্য চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে কমন ইন্টারেস্ট গ্রুপ-সিআইজি মৎস্য সমবায় সমিতি লিমিটেডের মাঝে দুটি পিকআপ ভ্যান বিতরণ করা হয়েছে।
গতকাল শনিবার দুপুরে মৎস্য অধিদপ্তরের তত্ত্বাবধানে ২৬ লাখ ১৫ হাজার টাকা ব্যয়ে উপজেলা পরিষদ চত্বরে এসব পিকআপ ভ্যানের চাবি তুলে দেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. মুহাম্মদ ইয়ামিন চৌধুরী।
মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক খন্দকার মাহবুবুল হক, প্রকল্প পরিচালক এসএম মনিরুজ্জামান ও প্রাণিসম্পদ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় পরিচালক ডা. নজরুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
এ উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে মতবিনিময় সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হায়াত। শেষে পুখুরিয়া মৎস্য অভয়াশ্রম ও আইপিআরএস পদ্ধতিতে মাছ চাষ প্রকল্প পরিদর্শন করেন সচিব।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়