পল্টনে তৃতীয় লিঙ্গের সদস্য-হকার সংঘর্ষে আহত ৬

আগের সংবাদ

জোয়ারের পানিতে বড় বড় গর্তের সৃষ্টি : কলাপাড়ার ৬০ কিলোমিটার সড়কের অধিকাংশই কাঁচা

পরের সংবাদ

‘মুজিব’ সিনেমা প্রসঙ্গে প্রধানমন্ত্রী : ‘যেখানে যেখানে সংশোধন দেয়ার দিয়েছি’

প্রকাশিত: সেপ্টেম্বর ১৭, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: সেপ্টেম্বর ১৭, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক ‘মুজিব : দ্য মেকিং অব আ নেশন’-এর কিছু দৃশ্যের রি-শুট হবে- এমন কথাই শোনা যাচ্ছে বেশ কিছুদিন ধরে। এছাড়া পোস্ট প্রোডাকশনেও নাকি যুক্ত হয়েছে ভারতের শীর্ষস্থানীয় একটি প্রতিষ্ঠান। যদিও রি-শুটের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি বলে দাবি করেছেন সিনেমাটির সহকারী পরিচালক ও কাস্টিং ডিরেক্টর বাহাউদ্দিন খেলন। বিষয়টির সূত্র ধরে যোগাযোগ করা হয় এই ছবির মূলনায়ক আরিফিন শুভর সঙ্গে। খেলনের সুরে তিনিও জানালেন একই কথা। তবে শুভ ইঙ্গিত করলেন প্যাচওয়ার্কের দিকে। সাধারণত কোনো নাটক বা সিনেমার শুটিং শেষ হয়ে যাওয়ার পর সম্পাদনার টেবিল ঘুরে কিছু টুকটাক দৃশ্য ধারণ করা হয়। যেগুলো প্রয়োজনভেদে সিনেমার বিভিন্ন দৃশ্য জোড়া লাগাতে ব্যবহার করা হয়। তবে ‘মুজিব’-এর ক্ষেত্রে সেটা প্যাচ-শুট নাকি রি-শুট, তা তিনি জানেন না। তার দাবি, ‘আসলে এই বিষয়ে পুরোটা তারা (নির্মাণ সংশ্লিষ্টরা) জানেন। আমাকে এখনো পর্যন্ত কিছু জানানো হয়নি। রি-শুট হবে কিনা, তাতে আমাকে লাগবে কিনা, এসব কিছুই আমি জানি না। কান উৎসব থেকে ফেরার পর আমি ব্যক্তিগত ব্যস্ততা নিয়ে আছি। যতদূর জানি, পোস্ট প্রোডাকশনের কাজ চলছে।’
এদিকে গত ১৪ সেপ্টেম্বর গণভবনে সদ্য সমাপ্ত ভারত সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘আমাদের শিল্পীরা দারুণ অভিনয় করেছে। আর ট্রেলার নিয়ে কিছু কথা উঠলেও মনে রাখতে হবে, ট্রেলার প্রেজেন্টেবল না হলে কান চলচ্চিত্র উৎসবের মতো এত বড় উৎসবে দেখানোর অনুমতি পেত না।’ প্রধানমন্ত্রী আরো বলেন, ‘ট্রেলার কানে যাওয়ার আগে আমাকে পাঠানো হয়েছিল। আমি দেখেছি, যেখানে যেখানে সংশোধন দেয়ার দিয়েছি। ঠিক করার পর সেটা কানে নিয়েছে।’ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যের পাশাপাশি প্রধানমন্ত্রী সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। এ সময় বঙ্গবন্ধুর বায়োপিক ‘মুজিব : দ্য মেকিং অব আ নেশন’ সিনেমাটির ফাইনাল কপি দেখেছেন কি না এবং কবে মুক্তি পাবে? এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘ট্রেলার প্রকাশের পর ২৬ মার্চের ভাষণ নিয়ে কিছু কথা উঠেছে। এ ক্ষেত্রে আমার যেটা মনে হয়েছে, ২৬ মার্চের ভাষণে জাতির পিতাকে আমরা যেভাবে দেখি বা দেখেছি, সেটা পর্দায় এভাবে দেখার পর নিতে একটু কষ্ট হচ্ছে।’
সিনেমা নিয়ে তিনি আরো বলেন, ‘সিনেমাটি শুরুর পর করোনার কারণে দীর্ঘদিন শুটিং বন্ধ ছিল। অবশেষে ভারত ও বাংলাদেশে শুটিং শেষ করা হয়। এখন এডিটিং চলছে। আমরা একটা ভালো সময়ে সিনেমাটি দেখানোর চেষ্টা করছি।’
‘মুজিব : দ্য মেকিং অব আ নেশন’ একটি সিনেমা এবং এটাকে সিনেমা হিসেবে দেখারই আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সিনেমাটিতে দেশের অভিনেতারা দারুণ অভিনয় করেছেন উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘অভিনয় করাটা কিন্তু অনেক কষ্টের। একটা চরিত্র করতে গেলে সেই চরিত্র গ্রহণ করা, সেই সেন্টিমেন্ট তৈরি করা অনেক কষ্টের। এখানে আমাদের দেশের যারা অভিনয় করেছেন তারা অনেক ভালো করেছেন।’
প্রসঙ্গত, এ সিনেমায় বঙ্গবন্ধুর ভূমিকায় অভিনয় করেছেন আরিফিন শুভ, বঙ্গবন্ধুর স্ত্রী ফজিলাতুন নেছা মুজিবের চরিত্রে নুসরাত ইমরোজ তিশা, শেখ হাসিনার চরিত্রে নুসরাত ফারিয়া, তাজউদ্দীন আহমদের চরিত্রে রিয়াজ আহমেদ। এতে আরো অভিনয় করেছেন দিলারা জামান, সিয়াম আহমেদ, জায়েদ খান, খায়রুল আলম সবুজ, ফেরদৌস আহমেদ, দীঘি, রাইসুল ইসলাম আসাদ, গাজী রাকায়েত, তৌকীর আহমেদ, মিশা সওদাগরসহ শতাধিক তারকা শিল্পী।
:: মেলা প্রতিবেদক

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়