পল্টনে তৃতীয় লিঙ্গের সদস্য-হকার সংঘর্ষে আহত ৬

আগের সংবাদ

জোয়ারের পানিতে বড় বড় গর্তের সৃষ্টি : কলাপাড়ার ৬০ কিলোমিটার সড়কের অধিকাংশই কাঁচা

পরের সংবাদ

বোদায় আনসার ও ভিডিপির মৌলিক প্রশিক্ষণ

প্রকাশিত: সেপ্টেম্বর ১৭, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: সেপ্টেম্বর ১৭, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

বোদা (পঞ্চগড়) জেলা প্রতিনিধি : বোদায় ১০ দিন মেয়াদি গ্রামভিত্তিক অস্ত্রবিহীন ভিডিপির মৌলিক প্রশিক্ষণের (পুরুষ-মহিলা) সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার বিকালে বোদা উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের আয়োজনে ঝলঝলি উচ্চ বিদ্যালয়ে এর আয়োজন করা হয়।
মৌলিক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে সনদ তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি পঞ্চগড় জেলার সহকারী জেলা কমান্ডেন্ট মো. তৌহিদ উজ জামান।
বোদা উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা অবনীশ চন্দ্র মুনিরের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেংহাড়ী বনগ্রাম ইউপি চেয়ারম্যান মো. সাহেব আলী, বোদা উপজেলা প্রশিক্ষক মো. সুমন মিঞা এবং পঞ্চগড় সদর উপজেলা প্রশিক্ষক হাসিবুল ইসলাম। এ সময় ১০ দিন মেয়াদি গ্রামভিত্তিক অস্ত্রবিহীন ভিডিপি মৌলিক প্রশিক্ষণ কর্মশালায় ৩২ জন পুরুষ ও ৩২ জন নারীসহ মোট ৬৪ জন আনসার ও ভিডিপি সদস্য অংশ নেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়