পল্টনে তৃতীয় লিঙ্গের সদস্য-হকার সংঘর্ষে আহত ৬

আগের সংবাদ

জোয়ারের পানিতে বড় বড় গর্তের সৃষ্টি : কলাপাড়ার ৬০ কিলোমিটার সড়কের অধিকাংশই কাঁচা

পরের সংবাদ

দৌলতখানে চোরাই মোবাইল চক্রের সদস্য আটক : ১১ ফোন উদ্ধার

প্রকাশিত: সেপ্টেম্বর ১৭, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: সেপ্টেম্বর ১৭, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

দৌলতখান (ভোলা) প্রতিনিধি : ভোলার দৌলতখানে মো. সোহেল (৩০) নামে এক যুবককে চোরাই মোবাইল ক্রয়-বিক্রয়ের অভিযোগে আটক করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ১১টি চোরাই স্মার্ট মোবাইল ও মোবাইল বিক্রির নগদ ২০ হাজার ৯৫০ টাকা উদ্ধার করা হয়। চোরাই ১১টি মোবাইলের বাজার মূল্য প্রায় ১ লাখ ২৯ হাজার টাকা। গত বৃহস্পতিবার রাতে উপজেলার ভবানীপুর ইউনিয়নের লঞ্চঘাট এলাকা থেকে দৌলতখান থানা পুলিশ তাকে আটক করে। আটককৃত সোহেল সৈয়দপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মৃত আব্দুল রশিদের ছেলে। তিনি দৌলতখান পৌর শহরের উত্তর মাথা মাছ বাজার সংলগ্ন মোবাইল সার্ভিসিংয়ের ব্যবসা করেন।
দৌলতখান থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে দৌলতখানের ভবানীপুর লঞ্চ ঘাট এলাকা থেকে ১১টি চোরাই মোবাইল ও নগদ ২০ হাজার ৯৫০ টাকাসহ তাকে আটক করা হয়। তিনি চোরাই মোবাইল কিনে কম দামে বিক্রি করতেন। তার বিরুদ্ধে চোরাই মোবাইল ক্রয়-বিক্রয় মামলা দায়ের করা হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়