মিতু হত্যাকাণ্ড : আদালতে চার্জশিট দাখিল, শুনানি ১০ অক্টোবর

আগের সংবাদ

নতুন ৮ নদীর পানিবণ্টনে নজর : আলোচনায় সম্মত বাংলাদেশ ও ভারত, আগামী মার্চ এপ্রিলে ঢাকা সফরের সম্ভাবনা ভারতের জলসম্পদ মন্ত্রীর

পরের সংবাদ

সংবাদ সংক্ষেপ

প্রকাশিত: সেপ্টেম্বর ১৬, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: সেপ্টেম্বর ১৬, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

সচেতনতা ওয়ার্কশপ

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি : গুরুদাসপুরে জালনোট প্রতিরোধে সচেতনতা বৃদ্ধিমূলক ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার জেলা মিলনায়তনে বাংলাদেশ ব্যাংক রাজশাহী শাখার উদ্যোগে ও সোনালী ব্যাংক লি. গুরুদাসপুর শাখার সহযোগিতায় এ ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়। সোনালী ব্যাংক গুরুদাসপুর শাখার ব্যবস্থাপক হাফিজুর রহমানের সভাপতিত্বে ও সোনালী ব্যাংক চাঁচকৈড় শাখার ব্যবস্থাপক মো. মনিরুজ্জামান রাসেলের সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তৃতা করেন সংসদ সদস্য অধ্যাপক মো. আব্দুল কুদ্দুস এমপি। বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন, পৌর মেয়র শাহনেওয়াজ আলী মোল্লা, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তমাল হোসেন প্রমুখ।

সম্প্রীতি কমিটির সভা

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি : সদরপুরে ভাষাণচর ইউনিয়ন সামাজিক সম্প্রীতি কমিটির উদ্যোগে সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকালে ইউনিয়নের চেয়ারম্যান শেখ গোলাম কাওছারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আহসান মাহমুদ রাসেল। বিশেষ অতিথি ছিলেন সদরপুর থানার ওসি (তদন্ত) আনিছুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন, সদরপুর সরকারি কলেজের অর্থনীতি বিভাগের প্রভাষক মো. হাসিবুর রহমান। সভায় উপস্থিত ছিলেন স্থানীয় মসজিদের ইমাম, সনাতন ধর্মের প্রতিনিধি, সব ওয়ার্ডের সদস্যরা।

ওপেন হাউস ডে

চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি : চান্দিনা থানার আয়োজনে গত বুধবার ওপেন হাউস ডে অনুষ্ঠিত হয়েছে। থানার হলরুমে অফিসার ইনচার্জ মো. সাহাবুদ্দিন খাঁনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. ফয়েজ ইকবাল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন চান্দিনা পৌরসভার সাবেক মেয়র মো. মফিজুল ইসলাম, চান্দিনা বাজার কমিটির সভাপতি মো. এরশাদুল হক ভূঁইয়া, কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক লিটন সরকার, চান্দিনা বাজারের ব্যবসায়ী মো. শামিম আহমেদ, চান্দিনা উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি দিপক আইচ প্রমুখ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়