মিতু হত্যাকাণ্ড : আদালতে চার্জশিট দাখিল, শুনানি ১০ অক্টোবর

আগের সংবাদ

নতুন ৮ নদীর পানিবণ্টনে নজর : আলোচনায় সম্মত বাংলাদেশ ও ভারত, আগামী মার্চ এপ্রিলে ঢাকা সফরের সম্ভাবনা ভারতের জলসম্পদ মন্ত্রীর

পরের সংবাদ

মৌলভীবাজারে অতিরিক্ত দামে সিলিন্ডার বিক্রি করায় জরিমানা

প্রকাশিত: সেপ্টেম্বর ১৬, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: সেপ্টেম্বর ১৬, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক, মৌলভীবাজার : সরকার নির্ধারিত দামে গ্যাস সিলিন্ডার প্রাপ্তি নিশ্চিত করার লক্ষ্যে কাজ করছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ লক্ষ্যে গতকাল বৃহস্পতিবার মৌলভীবাজার জেলায় জুড়ী উপজেলার ভবানীগঞ্জবাজার, পোস্ট অফিস রোড, খান মঞ্জিল মার্কেট, জাঙ্গিরাইসহ বিভিন্ন জায়গায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয় অভিযান চালায়। অভিযানে র‌্যাব-৯ ফোর্সের সদস্যরা সহযোগিতা করেন। অভিযানের নেতৃত্বে ছিলেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল-আমিন।
অভিযানে সরকার নির্ধারিত মূল্য থেকে অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রয় করা, দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রদর্শন না করা, খুচরা ব্যবসায়ী পাইকারি ডিলাদের কাছ থেকে ক্রয় ভাউচার সংগ্রহ না করা, পাইকারি ডিলার কোম্পানির কাছ থেকে ক্রয় ভাউচার সংগ্রহ না করা এবং একইভাবে তারা ক্রেতাকে ভাউচার না দেয়াসহ বিভিন্ন অনিয়মের দায়ে ভবানীগঞ্জ বাজারে অবস্থিত আলোকিত সৌর বিদ্যুৎ ও গ্যাস হাউজকে ৩ হাজার টাকা, পোস্ট অফিস রোডে অবস্থিত আরিফ এন্ড শরিফ স্টোরকে ২ হাজার টাকা, খান মঞ্জিল মার্কেটে অবস্থিত মেসার্স এস এম ট্রেডিংকে ৫ হাজার টাকা, জাঙ্গিরাইয়ে অবস্থিত আর এন এন্টারপ্রাইজকে ২০ হাজার টাকা জরিমানা ও তা আদায় করা হয়।
গ্যাস সিলিন্ডারে ডিলার ও খুচরা ব্যবসায়ীদের সঠিকভাবে এবং সরকারি নির্ধারিত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রি করা ও দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রদর্শন করাসহ ক্রয় ও এবং বিক্রয় ভাউচার সঠিকভাবে সংরক্ষণ করার জন্য নির্দেশনা দেয়া হয়। ন্যায্য দামে গ্যাস সিলিন্ডার প্রাপ্তি নিশ্চিত করার লক্ষ্যে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান চলমান থাকবে। আজকের অভিযানে মোট ৪টি প্রতিষ্ঠানকে সর্বমোট ৩০ হাজার টাকা জরিমানা ও তা আদায় করা হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়