মিতু হত্যাকাণ্ড : আদালতে চার্জশিট দাখিল, শুনানি ১০ অক্টোবর

আগের সংবাদ

নতুন ৮ নদীর পানিবণ্টনে নজর : আলোচনায় সম্মত বাংলাদেশ ও ভারত, আগামী মার্চ এপ্রিলে ঢাকা সফরের সম্ভাবনা ভারতের জলসম্পদ মন্ত্রীর

পরের সংবাদ

ধর্মের নামে সহিংসতা বন্ধের আহ্বানে মহিলা পরিষদের মানববন্ধন

প্রকাশিত: সেপ্টেম্বর ১৬, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: সেপ্টেম্বর ১৬, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

ঢাবি প্রতিনিধি : আর কিছু দিন পরেই সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এ অনুষ্ঠানকে কেন্দ্র করে যাতে ধর্মের নামে সহিংসতা সৃষ্টি না হয় তার আহ্বান জানিয়ে মানববন্ধন করেছে বাংলাদেশ মহিলা পরিষদ।
গতকাল বৃহস্পতিবার বিকালে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে শারদীয় দুর্গাপূজার সময় ‘সা¤প্রদায়িক স¤প্রীতি বজায় রাখুন’ স্লোগানকে সামনে রেখে মানববন্ধন করে সংগঠনটি।
মানববন্ধনে বক্তারা বলেন, ‘মানুষের পরিচয় তার ধর্মে নয়। সা¤প্রদায়িক সহিংসতা বন্ধে মানসিকতা পরিবর্তনের চর্চা করা প্রয়োজন। সেই সঙ্গে এ ধরনের ঘটনা বন্ধে আসন্ন দুর্গাপূজায় জনপ্রতিনিধি ও প্রশাসনকে আরো সোচ্চার ও দায়িত্বশীল হতে হবে।’
সভাপতির বক্তব্যে বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ডা. ফওজিয়া মোসলেম বলেন, ‘বাংলাদেশ বিশ্বের কাছে অসা¤প্রদায়িক চেতনার স¤প্রীতির দেশ হিসেবে পরিচিত। কিন্তু তবুও প্রতি বছরই দুর্গাপূজাকে কেন্দ্র করে একশ্রেণির উগ্র ও মৌলবাদী জনগোষ্ঠী উদ্দেশ্যপ্রণোদিত হয়ে সারাদেশে ন্যক্কারজনকভাবে সা¤প্রদায়িক সহিংসতার ঘটনা ঘটিয়ে থাকে। সা¤প্রদায়িক সহিংসতার ঘটনার সঙ্গে লুটপাট, জমিদখল, মন্দিরের গহনাচুরি ও ধর্ষণসহ নানা অপ্রীতিকর ঘটনা ঘটে। এ সব ঘটনায় প্রকৃত অপরাধীরা ধরাছোঁয়ার বাইরে থাকে এবং তাদের ধরা হলে মানসিক ভারসাম্যহীন বলে আইনের আওতার বাইরে রাখা হয়। যা দেশের সুশাসনকে প্রশ্নবিদ্ধ করে।’
সংগঠনটির সাধারণ সম্পাদক মালেকা বানু বলেন, ‘সা¤প্রদায়িক উসকানির মাধ্যমে সারাবছর উগ্রবাদী জনগোষ্ঠী এ ধরনের কাজ করেই চলছে। এসব ঘটনার কোনো বিচার হচ্ছে না, প্রকৃত অপরাধীরা বরাবরই পেশীশক্তির জোরে পার পেয়ে যাচ্ছে। বিচারহীনতার অপসংস্কৃতির কারণে অপরাধীরা বারবার এ ধরনের ঘটনা ঘটিয়ে চলছে। তাই আসন্ন দুর্গাপূজায় এ ধরনের কোনো ঘটনা যেন না ঘটে সেজন্য সংশ্লিষ্ট সবাইকে সজাগ থাকতে হবে।’
বাংলাদেশ মহিলা পরিষদের রোকেয়া সদন সম্পাদক নাসরিন মনসুরের সঞ্চালনায় মানববন্ধনে আরো বক্তব্য দেন- বাংলাদেশ মহিলা পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক সীমা মোসলেম, সংগঠনের এডভোকেসি লবি পরিচালক জনা গোস্বামী, ঢাকা মহানগর শাখার সাধারণ সম্পাদক রেহানা ইউনুস এবং সহসাধারণ সম্পাদক মঞ্জু ধর।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়