মিতু হত্যাকাণ্ড : আদালতে চার্জশিট দাখিল, শুনানি ১০ অক্টোবর

আগের সংবাদ

নতুন ৮ নদীর পানিবণ্টনে নজর : আলোচনায় সম্মত বাংলাদেশ ও ভারত, আগামী মার্চ এপ্রিলে ঢাকা সফরের সম্ভাবনা ভারতের জলসম্পদ মন্ত্রীর

পরের সংবাদ

জাজিরায় পদ্মার গর্ভে বিলীন হচ্ছে বাড়ি ও ফসলি জমি

প্রকাশিত: সেপ্টেম্বর ১৬, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: সেপ্টেম্বর ১৬, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

শরীয়তপুর প্রতিনিধি : জেলার জাজিরা উপজেলার পদ্মার তীরবর্তী এলাকায় ভাঙন শুরু হয়েছে। ভাঙন আতঙ্কে বাড়িঘর সরিয়ে নিচ্ছে স্থানীয় বাসিন্দারা। গত এক সপ্তাহে শতাধিক বাড়িঘর ও বিস্তীর্ণ এলাকার ফসলি জমি নদী গর্ভে বিলীন হয়ে গেছে। ভাঙন আতঙ্কে রয়েছে আরো শতাধিক পরিবার। পানিসম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম ইতোমধ্যে ভাঙন এলাকা পরিদর্শন করে জিও ব্যাগ ডাম্পিংয়ের নির্দেশ দিয়েছেন।
জাজিরা উপজেলার পালেরচর ইউনিয়নে কাথুরিয়া গ্রামে গিয়ে দেখা যায়, পদ্মার পানি ক্রমেই বাড়ছে। এতে প্রায় দেড় কিলোমিটার এলাকাজুড়ে ভাঙন দেখা দিয়েছে। ভাঙনের আতঙ্কে বসতভিটা সরিয়ে নিচ্ছেন স্থানীয় বাসিন্দারা। এক সপ্তাহের ব্যবধানে নদীগর্ভে বিলীন হয়েছে কয়েক একর ফসলি জমি, গাছপালা ও বিভিন্ন স্থাপনা। অনেকেই নিজেদের সব হারিয়ে অন্যের বাড়িতে আশ্রয় নিয়েছেন। এছাড়া ভাঙন কবলিত এলাকা থেকে এরই মধ্যে বিদ্যুতের খুঁটিও সরিয়ে নিতে শুরু করেছে বিদ্যুৎ বিভাগ।
ওই গ্রামের আলী মিয়া, সামছেল গাজী, রশিদ মিয়া, আমেনা বেগমসহ স্থানীয়রা জানান, নদী ভাঙনে নিঃস্ব হয়ে গেছে আমাদের জীবন। কয়েকবার ভাঙনের পরে এ গ্রামে এসে ঠাই নিয়েছিলাম। এখন এখান থেকেও সরে যেতে হবে। কোথায় যাব জানি না। হয়ত কারো জমিতে আশ্রয় নেয়া ছাড়া কোনো উপায় নেই।
জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান সোহেল বলেন, কাথুরিয়া গ্রামের ভাঙনের খবর পেয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। আমরা ভাঙনে ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুত করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়েছি। তাদের সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তা দেয়া হবে।
শরীয়তপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এসএম আহসান হাবীব বলেন, ভাঙন রোধে পানি সম্পদ উপমন্ত্রীর নির্দেশে জিও ব্যাগ ডাম্পিং শুরু হয়েছে। আমাদের চেষ্টা অব্যাহত রয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়