২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ২ জনের মৃত্যু : হাসপাতালে ভর্তি ৩৫৩

আগের সংবাদ

সমান সুযোগের রূপরেখা নেই : ইসির রোডম্যাপ

পরের সংবাদ

সংবাদ সংক্ষেপ

প্রকাশিত: সেপ্টেম্বর ১৫, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: সেপ্টেম্বর ১৫, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

সার ও বীজ বিতরণ
ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি : ভোলাহাটে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার উপজেলা কৃষি দপ্তরের আয়োজনে কৃষি দপ্তর চত্বরে উপজেলার ৪টি ইউনিয়নের ৫৫০ জন কৃষকের মাঝে জনপ্রতি ৫ কেজি মাষকালাই, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে তাবাসসুম এর উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. গরিবুল্লাহ দবির। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. সুলতান আলী। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপসহকারী কৃষি কর্মকর্তাগণ।

সংবর্ধনা
ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি : ঝিকরগাছা উপজেলা পরিষদের পক্ষ থেকে সংবর্ধনা পেলেন স্বেচ্ছাসেবী সংস্থা পেন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মেঘনা ইমদাদ। গতকাল বুধবার সকালে উপজেলা পরিষদের মাসিক সভা শেষে তাকে সংবর্ধনা দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মনিরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহবুবুল হক, ভাইস চেয়ারম্যান মো. সেলিম রেজা, মহিলা ভাইস চেয়ারম্যান লুবনা তাক্ষী, থানার অফিসার ইনচার্জ সুমন ভক্ত, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রশিদুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাসুদ হোসেন পলাশ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা এস এম শাহাজান সিরাজ, মুক্তিযোদ্ধা লিয়াকত আলী প্রমুখ।

মৎস্য চাষি প্রশিক্ষণ
রোয়াংছড়ি (বান্দরবান) প্রতিনিধি : রোয়াংছড়িতে কার্প জাতীয় মাছের মিশ্রচাষ মৎস্যচাষিদের ৩ দিনব্যাপী প্রশিক্ষণ উপজেলা মৎস্য অধিদপ্তরে উদ্যোগে সভা মিলনাতয়নে অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার মৎস্য প্রশিক্ষণ কর্মসূচি উদ্বোধনী সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা মৎস্য কর্মকর্তা অজিত শীল। এসময় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত উপজেলা মৎস্য কর্মকর্তা মো. নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা উপসহকারী পরিচালক মো. মামুনুর রহমান, ক্ষেত্র সহকারী মোহন দাশগুপ্ত। এছাড়া সুশীল সমাজের গণ্যমান্য ও ২০জন মৎস্য চাষিরা প্রশিক্ষণের অংশ নেন।

প্রতিভা অন্বেষণ
শান্তিগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি : শান্তিগঞ্জে সাংস্কৃতিক ক্ষেত্রে প্রতিভা অন্বেষণ-২০২২ এর চূড়ান্তপর্ব অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার উপজেলা পরিষদের অর্থায়নে ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত প্রতিভা অন্বেষণে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার উজ জামান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রানী তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী আব্দুল হেকিম, জয়কলস ইউপি চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন, পাথারিয়া ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার আতাউর রহমান, সমবায় কর্মকর্তা মাসুদ আহমদ, যুব উন্নয়ন কর্মকর্তা স›দ্বীপ বিশ্বাস, খাদ্য কর্মকর্তা ধীরাজ নন্দী তালুকদার প্রমুখ।

প্রস্তুতি সভা
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি : রাণীশংকৈল উপজেলায় আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে গতকাল বুধবার উপজেলা হলরুমের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিভের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না। বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান সোহেল রানা ও শেফালী বেগম, সহকারী কমিশনার (ভূমি) ইন্দ্রজিৎ সাহা, থানার ওসি এসএম জাহিদ ইকবাল ও পূজা উদযাপন কমিটির সভাপতি ছবিকান্ত দেব। এছাড়াও বক্তব্য দেন- পৌর আ.লীগ সভাপতি জাহাঙ্গীর, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রাহিম উদ্দিন প্রমুখ।

অর্থ ও সনদ বিতরণ
ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধি : ক্ষেতলাল কিন্ডারগার্টেন আসোসিয়েশনের উদ্যোগে উপজেলার ৮৫ জন বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদপত্র বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক আহমেদ। উপজেলায় ৪১১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে ২২ জন ট্যালেন্টপুল ও ৬৩ জন শিক্ষার্থী সাধারণ গ্রেডে বৃত্তি পায়। এ সময় উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আহ্বায়ক আজিজার রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ছফিউল্লা সরকার, প্রধান শিক্ষক মিজানুর রহমান প্রমুখ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়