২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ২ জনের মৃত্যু : হাসপাতালে ভর্তি ৩৫৩

আগের সংবাদ

সমান সুযোগের রূপরেখা নেই : ইসির রোডম্যাপ

পরের সংবাদ

বস্ত্র ও পাটমন্ত্রী : চলতি বছরই চালু হবে বিজেএমসির সব বন্ধ মিল

প্রকাশিত: সেপ্টেম্বর ১৫, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: সেপ্টেম্বর ১৫, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম অফিস : চলতি বছরের মধ্যে বাংলাদেশ পাটকল করপোরেশনের (বিজেএমসি) সব বন্ধ মিল পর্যায়ক্রমে চালু করা হবে বলে জানিয়েছেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক। গতকাল বুধবার দুপুরে চট্টগ্রামে অবস্থিত আমিন জুট মিল পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি। পরিদর্শনকালে চট্টগ্রামের বিজেএমসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বস্ত্র ও পাটমন্ত্রী বলেন, বিজেএমসির ভাড়াভিত্তিক মিলে বেসরকারি ব্যবস্থাপনায় উৎপাদন ও উৎপাদিত পাটপণ্য রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। এসব মিলে নতুন করে অনেকের কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে। ইতোমধ্যে ৩টি জুট মিল (বাংলাদেশ জুট মিলস লিমিটেড নরসিংদী এবং কেএফডি জুট মিলস লিমিটেড চট্টগ্রাম, জাতীয় জুট মিল সিরাজগঞ্জ) ভাড়াভিত্তিক ইজারা প্রদান করা সম্ভব হয়েছে। আরো তিনটি জুট মিলের লিজ কার্যক্রম চলমান রয়েছে। ভাড়াভিত্তিক লিজ দেয়া মিলগুলোতে নতুন করে অনেকের কর্মসংস্থানের সুযোগ হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
এর আগে আমিন জুট মিলের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে বস্ত্র ও পাটমন্ত্রী বলেন, রাষ্ট্রায়ত্ত পাটকল বেসরকারি খাতে ইজারা দেয়ার জন্য শর্ত সংশোধনের প্রক্রিয়া চলছে। ইজারা নিতে আগ্রহীদের চাহিদাকে বিবেচনায় নিয়ে এই শর্ত সংশোধনের প্রক্রিয়া শেষ হতে ১৫ দিনের মতো লাগবে। তিনি বলেন, ২৫টি রাষ্ট্রায়ত্ত পাটকল বন্ধ করা হয়েছিল, সবগুলোই লিজের প্রক্রিয়ায় আছে। এর মধ্যে ১০টির মতো মিলের লিজের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। শর্ত সংশোধন হলে লিজ নিতে ইচ্ছুক ব্যবসায়ীরা ব্যাপকভাবে আগ্রহী হবেন বলে আশা করি।
পাটকলের জায়গা অবৈধ দখলে থাকার বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাদের মূল কাজ হচ্ছে- আমরা মিলগুলো তাড়াতাড়ি চালু করব। পাটকলের জায়গা, সরকারি জায়গা অনেক দখল হয়ে আছে। সেটার দিকে এখন আমরা নজর দিচ্ছি না। মিলগুলো চালু করাই এখন আমাদের মূল কাজ। শ্রমিকদের পাওনা পরিশোধের বিষয়ে তিনি বলেন, টাকা পয়সা ফেরত দিয়ে দেয়া হয়েছে। ৯৮ শতাংশ শ্রমিকের টাকা আমরা দিয়ে দিয়েছি। শ্রমিক সংগঠনের সঙ্গে বসে বেতনভাতা বৃদ্ধি সংক্রান্ত দাবি-দাওয়া মেনে নিয়েই অবসর দিয়েছি।
এ সময় আমিন জুট মিলের মহাব্যবস্থাপক এ এইচ এম কামরুল হাসান, ব্যবস্থাপক (প্রশাসন) আলাউদ্দিন পাটোয়ারী, ব্যবস্থাপক (উৎপাদন) মিলজার হোসেন এবং কর্মকর্তা মো. জহির উদ্দীন। বিকালে পাট ও বস্ত্রমন্ত্রী নগরীর এম এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেশিয়াম প্রাঙ্গণে ‘দেশের প্রথম রাবার ও রাবারভিত্তিক শিল্পপণ্য মেলার’ সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন।
উল্লেখ্য, সরকারি সিদ্ধান্তে পাটকলগুলো বিরাজমান পরিস্থিতির স্থায়ী সমাধান ও পাটখাত পুনরুজ্জীবিত করার লক্ষ্যে গত ১ জুলাই থেকে বিজেএমসির নিয়ন্ত্রণাধীন রাষ্ট্রায়ত্ত ২৫টি জুট মিলের উৎপাদন কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। এসব জুট মিলের সব স্থায়ী শ্রমিকের গ্রাচ্যুইটি, পিএফ, ছুটি নগদায়নসহ সমুদয় পাওনা গোল্ডেন হ্যান্ডশেক সুবিধার মাধ্যমে প্রায় ৩ হাজার ৫৬৩ কোটি টাকা পরিশোধ করা হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়