২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ২ জনের মৃত্যু : হাসপাতালে ভর্তি ৩৫৩

আগের সংবাদ

সমান সুযোগের রূপরেখা নেই : ইসির রোডম্যাপ

পরের সংবাদ

ঠাকুরগাঁও দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ে মতবিনিময় সভা

প্রকাশিত: সেপ্টেম্বর ১৫, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: সেপ্টেম্বর ১৫, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সদর থানা চত্বরে এ সভার আয়োজন করা হয়।
ঠাকুরগাঁও সদর থানার আয়োজনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন।
বিশেষ অতিথির বক্তব্য দেন- সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু তাহের মো. সামসুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুলতানা রাজিয়া, সদর উপজেলা চেয়ারম্যান, সদর উপজেলা আ.লীগের সভাপতি ও জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এডভোকেট অরুনাংশু দত্ত টিটো, প্রেস ক্লাব সভাপতি মনসুর আলী, পৌর কাউন্সিলর নাজিরা আক্তার স্বপ্না, আশ্রমপাড়া রামকৃষ্ণ সেবাশ্রমের সাধারণ সম্পাদক বাসুবেদ ব্যানার্জি, সালন্দর ইউপি চেয়ারম্যান ফজলে এলাহি মুকুট চৌধুরী, মোহাম্মদপুর ইউপি চেয়ারম্যান মো. সোহাগ হোসেন, জগন্নাথপুর ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান লিটন, চিলারং ইউপি চেয়ারম্যান মো. ফজলুর রহমান, বেগুনবাড়ী ইউপি চেয়ারম্যান মো. বনি আমিন, নারগুন ইউপি চেয়ারম্যান মো. সেরেকুল ইসলাম, বালিয়া ইউপি চেয়ারম্যান জুলফিকার আলী ভুট্টু, দেবীপুর ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন আলাল, গড়েয়া ইউপি চেয়ারম্যান মো. রইছ উদ্দীন সাজু প্রমুখ।
সভায় আসন্ন দুর্গাপূজা সুষ্ঠুভাবে উদযাপন উপলক্ষে নিরাপত্তা ও আইনশৃঙ্খলার গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়