২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ২ জনের মৃত্যু : হাসপাতালে ভর্তি ৩৫৩

আগের সংবাদ

সমান সুযোগের রূপরেখা নেই : ইসির রোডম্যাপ

পরের সংবাদ

উল্লাপাড়ায় মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ

প্রকাশিত: সেপ্টেম্বর ১৫, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: সেপ্টেম্বর ১৫, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি : উল্লাপাড়ায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে স্কুল ব্যাগ ও টিফিন বক্স বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. উজ্জল হোসেন। তিনি এ সময় শিক্ষকদের ছাতা উপহার দেন। উল্লাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ঝিকিড়া বন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিক্লাসের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী মেধাবী শিক্ষার্থীদের মধ্যে এসব শিক্ষাসামগ্রী ইউএনও তার ব্যক্তিগত তহবিল থেকে প্রদান করেন।
এ সময় উপজেলা শিক্ষা কর্মকর্তা ছানোয়ার হোসেন, স্কুল পরিচালনা কমিটির সভাপতি, সদস্য এবং শিক্ষকরা উপস্থিত ছিলেন। এর আগে মঙ্গলবার নিবার্হী কর্মকর্তা উপজেলার আরো ৪টি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ও শিক্ষকদের হাতে উপহারসামগ্রী তুলে দেন।
ইউএনও উজ্জল হোসেন জানান, শিক্ষার মূল ভিত্তি প্রাথমিক বিদ্যালয়।
এজন্য প্রতিটি স্কুলের শিক্ষা কার্যক্রম আরো জোরদার করতে হবে। তিনি উপজেলায় প্রাথমিক শিক্ষা ব্যবস্থাপনা আরো গতিশীল করতে পর্যায়ক্রমে প্রতিটি বিদ্যালয় পরির্দশনের সিদ্ধান্ত নিয়েছেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়