২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ২ জনের মৃত্যু : হাসপাতালে ভর্তি ৩৫৩

আগের সংবাদ

সমান সুযোগের রূপরেখা নেই : ইসির রোডম্যাপ

পরের সংবাদ

আগৈলঝাড়ায় সরকারি জমিতে পাকা স্থাপনা নির্মাণের অভিযোগ

প্রকাশিত: সেপ্টেম্বর ১৫, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: সেপ্টেম্বর ১৫, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি : আগৈলঝাড়া উপজেলার বাশাইল বাজারের সরকারি জমি দখল করে পাকা স্থাপনা নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। স্থানীয়রা জানান, সরকারি জমি দখল করে স্থানীয় আব্দুল মান্নান মোল্লা বাশাইল বাজারে একাধিক পাকা স্থাপনা নির্মাণ করেছেন। গত কয়েকদিন ধরে নতুন করে আবারো স্থাপনা নির্মাণের কাজ শুরু করেছেন তিনি।
মান্নান মোল্লা জানান, নিজের ক্রয়কৃত জমিতে পাকা স্থাপনা নির্মাণ করছেন তিনি। জমি পরিমাপ করা হয়েছিল কিনা জানতে চাইলে তিনি জানান, জমি ক্রয়ের পর পরিমাপ করা হয়নি। অনুমাননির্ভর হয়ে স্থাপনাগুলো নির্মাণ করা হচ্ছে।
এ ব্যাপারে আগৈলঝাড়া উপজেলা নির্বাহী অফিসার মো. সাখাওয়াত হোসেন সাংবাদিকদের জানান, ইতোমধ্যে সেখানে তহসিলদার পাঠানো হয়েছে। সরকারি জায়গা হলে স্থাপনা ভেঙে ফেলা হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়