গাজীপুরের পানি বিষাক্ত : শিল্পায়নের মূল্য দিচ্ছে স্থানীয়রা

আগের সংবাদ

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী : যথাসময়ে নির্বাচন হবে

পরের সংবাদ

সোনামসজিদ স্থলবন্দর : ডিজিটাল আইডি কার্ড পেলেন শ্রমিকরা

প্রকাশিত: সেপ্টেম্বর ১৪, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: সেপ্টেম্বর ১৪, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে এক হাজার ২৭৫ জন শ্রমিকের মাঝে ডিজিটাল আইডি কার্ড বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে পানামা সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেড চত্বরে এসব আইডি কার্ড বিতরণ করা হয়।
আইডি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন পানামা সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেডের পরিচালক আতিকুর রহমান খান। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হায়াত। বিশেষ অতিথি ছিলেন সোনামসজিদ স্থল শুল্ক স্টেশনের ডেপুটি কমিশনার প্রভাত কুমার সিংহ। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জুবায়ের হোসেন, শিবগঞ্জ থানার ওসি চৌধুরী জোবায়ের আহম্মেদ, জেনারেল ম্যানেজার বেলাল হোসেন, পোর্ট ম্যানেজার মাইনুল ইসলাম ও সিনিয়র ম্যানেজার টিপু সুলতানসহ অন্যরা।
পরে পানামা সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেডের সম্মেলন কক্ষে মতবিনিময় সভার আয়োজন
করা হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়