গাজীপুরের পানি বিষাক্ত : শিল্পায়নের মূল্য দিচ্ছে স্থানীয়রা

আগের সংবাদ

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী : যথাসময়ে নির্বাচন হবে

পরের সংবাদ

জাগরণী চক্র ফাউন্ডেশন : বঙ্গমাতা স্মরণে ফ্রি চিকিৎসা ও ওষুধ বিতরণ

প্রকাশিত: সেপ্টেম্বর ১৪, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: সেপ্টেম্বর ১৪, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

যশোর প্রতিনিধি : জাগরণী চক্র ফাউন্ডেশন ও এডাস প্রাথমিক বিদ্যালয় কমিটির আয়োজনে দুই শতাধিক মায়েদের ফ্রি চিকিৎসা সেবাসহ ওষুধ বিতরণ করেন যশোর মেডিকেল কলেজের গাইনি বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডা. নিকুঞ্জ বিহারী গোলদার। গতকাল মঙ্গলবার দিনব্যাপী বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব স্মরণে যশোরের অভয়নগর উপজেলার পায়রা বাজারে ও ধোপাদী নতুন বাজারে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।
জাগরণী চক্রের কো-অডিনেটর বিপুল কুমার রাহার সভাপতিত্বে পায়রা বাজারের কার্যক্রমে উপস্থিত ছিলেন- বিশিষ্ট শিক্ষাবিদ ও সাংবাদিক সুনিল দাস, বিশিষ্ট সমাজসেবক মুনির হোসেনসহ গণমাধ্যম কর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
অন্যদিকে এডাস স্কুল কর্তৃপক্ষের আয়োজনে ধোপাদী নতুন বাজারের স্থানীয় সংরক্ষিত ইউপি সদস্য রোকেয়া বেগম কার্যক্রম উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন- এডাস প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি ইসমাইল হোসেনসহ কমিটির নেতা ও বিশিষ্ট সমাজসেবক শিলা মনি প্রমুখ।
অধ্যাপক ডা. নিকুঞ্জ বিহারী গোলদার বলেন, গ্রামের স্বল্প আয়ের মানুষ গাইনি ও প্রসূতি মায়েরা নানা জটিল কঠিন রোগে ভুগলেও অসচেতনতাসহ অর্থের অভাবে শহরে গিয়ে বিশেষজ্ঞ চিকিৎসকের সেবা নিতে পারেন না। তাদের চিকিৎসাসেবা নিশ্চিত করার জন্য বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব স্মরণে প্রায় প্রতি শুক্রবার ও মঙ্গলবার ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করে তাদের সুচিকিৎসা প্রদানের চেষ্টা করছি। পর্যায়ক্রমে ফ্রি চিকিৎসাসেবার সময় ও দিন আরো বাড়ানে হবে।
উল্লেখ্য, যশোর মেডিকেল কলেজের গাইনি বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডা. নিকুঞ্জ বিহারী গোলদার চিকিৎসাসেবায় এক অনন্য দৃষ্টান্ত। অবসরে গিয়েও ২০১৬ সাল থেকে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব স্মরণে তিনি বাঘারপাড়া ও অভয়নগর অঞ্চলের গ্রামের অসহায় ও দরিদ্র পরিবারের নারীদের ফ্রি চিকিৎসা ও পরামর্শ দিচ্ছেন। তার এ মহতী উদ্যোগে স্থানীয়রা নানাভাবে চিকিৎসক অধ্যাপক ডা. নিকুঞ্জ বিহারী গোলদারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়