গাজীপুরের পানি বিষাক্ত : শিল্পায়নের মূল্য দিচ্ছে স্থানীয়রা

আগের সংবাদ

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী : যথাসময়ে নির্বাচন হবে

পরের সংবাদ

খাদ্যবান্ধব কর্মসূচি : বকশীগঞ্জে ওজনে কম দেয়া ব্যবসায়ীর ডিলারশিপ বাতিল

প্রকাশিত: সেপ্টেম্বর ১৪, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: সেপ্টেম্বর ১৪, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি : বকশীগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির চাল ওজনে কম দেয়ায় বাট্টাজোড় ইউনিয়নের ফেন্সি এন্টারপ্রাইজের ডিলারশিপ বাতিল করা হয়েছে। গত সোমবার সন্ধ্যায় এ ডিলারশিপ বাতিল করা হয় বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনমুন জাহান লিজা।
গত ১১ সেপ্টেম্বর খাদ্যবান্ধব কর্মসূচির উপকারভোগীরা চাল কম দেয়ার অভিযোগ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সাংবাদিকদের কাছে।
গত সোমবার ভোরের কাগজে এ বিষয়ে সংবাদ প্রকাশিত হয়। এরপর ইউএনও তদন্ত করে অভিযোগের সত্যতা পান।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, খাদ্যবান্ধব কর্মসূচির চাল কম দেয়ার অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় ফেন্সি এন্টারপ্রাইজের মালিক ফিরোজ মিয়ার ডিলারশিপ বাতিল করা হয়েছে। ভবিষ্যতে কেউ যদি এমন কাজ করে তাহলে তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেয়া হবে। এ বিষয়ে উপজেলা প্রশাসন তৎপর রয়েছে বলে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়