মাদক দিয়ে ফাঁসানো পুলিশসহ তিনজন কারাগারে

আগের সংবাদ

বাণিজ্যিক জাগরণের সম্ভাবনা > উত্তর-পূর্বের দুয়ার খুলছে : কানেক্টিভিটিতে গুরুত্ব বাংলাদেশ ও ভারতের

পরের সংবাদ

হুমকির মুখে মৎস্যসম্পদ : দশমিনায় চায়না দুয়ারি জালের দৌরাত্ম্য

প্রকাশিত: সেপ্টেম্বর ১৩, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: সেপ্টেম্বর ১৩, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

বিপুল কর্মকার, দশমিনা (পটুয়াখালী) থেকে : দশমিনা উপজেলায় নদ নদী খাল বিলসহ বিভিন্ন জলাশয়ে মাছ ধরার জন্য চায়না দুয়ারি রিং জাল ব্যবহার করছে অসাধু মৎস্যজীবীরা। এতে ধ্বংস হচ্ছে লাখ লাখ বিভিন্ন প্রকার মাছের পোনা ও রেনু পোনা। স্থানীয় সচেতন মহলের ধারণা এই জালের ব্যবহার অব্যাহত থাকলে হুমকির মুখে পড়বে এলাকার জলাশয়ের মৎস্য উৎপাদন। মৎস্যসম্পদ উন্নয়নে সরকারের কোনো উদ্যাগই কাজে আসবে না। চলতি বর্ষা মৌসুমে উপজেলা মৎস্য অধিদপ্তরসহ উপজেলা প্রশাসন একাধিকবার অভিযান পরিচালনা করে কয়েক হাজার মিটার চায়না দুয়ারি জাল ধংস করলেও ঠেকানো যাচ্ছে না অসাধু জেলেদের এ জাল ব্যবহার। উপজেলার বিভিন্ন এলাকার জেলেদের সঙ্গে কথা বলে জানা যায়, লোহার রিং দিয়ে বিশেষ পদ্ধতিতে তৈরি একেকটি চায়না দুয়ারি রিং জাল ৬০ থেকে ৮০ ফুট লম্বা। দৈর্ঘ্যভেদে প্রতিটি জালের মূল্য ৫ হাজার থেকে ১০ হাজার টাকা পর্যন্ত। অতি সূক্ষ¥ ও ঘন ফাঁসের এ জালের বৈশিষ্ট হলো নদ নদী খাল বিলসহ জলাশয়ে মাটির সঙ্গে মিলিয়ে লম্বাভাবে পেতে রাখা হয়। জালের দুই দিকে মুখ থাকায় উভয় দিক থেকেই মাছ ঢুকতে পারে। অতি সূ² ও ঘন ফাস হওয়ার কারণে অতি ছোট মাছে পোনাটিও জালের ভেতর টুকে গেলে বেড় হতে পারে না। জালগুলোর আকৃতি চোঙ্গার মতো হওয়ায় এর অস্তিত্ব বোঝা মুশকিল। এ জালে মাছ ধরতে কোনো খাবার দিতে হয় না। উপজেলার আলীপুরা ইউনিয়নের মৎস্যজীকী জাহাঙ্গীর আলম জানান, আগে কখনো চায়না দুয়ারি জালের নাম শুনিনি। বছর দুয়েক আগে এলাকা দুই একজন জেলেকে এই জাল ব্যবহার করতে দেখলেও বর্তমানে চায়না দুয়ারি জালের ব্যবহার বৃদ্ধি পেয়েছে। তিনি বলেন, শুধু মাছের পোনা নয়, জলে থাকা সাপ, কুচোসহ অনেক প্রাণীও এই জালের দ্বারা নিধন হচ্ছে। জেলে ইসাহাক হোসেন জানান, দশমিনার বিভিন্ন জলাসয়ে চায়না দুয়ারী জালের ব্যবহার ভয়াবহভাবে বৃদ্ধি পেয়েছে, অচিরেই এ জালের ব্যবহার বন্ধ করা না গেলে হুমকির মুখে পড়বে এলাকার মৎস্য সম্পদ। এ ব্যাপারে দশমিনা উপজেলা মৎস্য কর্মকর্তার মাহবুব তালুকদারের মোবাইলে কথা বলার চেষ্টা করলে তিনি মোবাইল রিসিব করেননি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়