মাদক দিয়ে ফাঁসানো পুলিশসহ তিনজন কারাগারে

আগের সংবাদ

বাণিজ্যিক জাগরণের সম্ভাবনা > উত্তর-পূর্বের দুয়ার খুলছে : কানেক্টিভিটিতে গুরুত্ব বাংলাদেশ ও ভারতের

পরের সংবাদ

সাজেদা চৌধুরীর মৃত্যুতে এনইউ ভিসির শোক

প্রকাশিত: সেপ্টেম্বর ১৩, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: সেপ্টেম্বর ১৩, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

জাতীয় সংসদ উপনেতা ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমান। বিজ্ঞপ্তি
গতকাল সোমবার এক শোকবার্তায় উপাচার্য বলেন, ‘মহান মুক্তিযুদ্ধের সংগঠক, দেশপ্রেমিক ও রাজনীতিতে নিবেদিতপ্রাণ সাজেদা চৌধুরী ছিলেন সততা ও একনিষ্ঠতার প্রতীক। তার মতো পরিশ্রমী ও দৃঢ় মনোবলসম্পন্ন রাজনীতিক বিরল। মুক্তিযুদ্ধ থেকে শুরু করে এদেশের বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে পথচলার এক সাহসী নেতৃত্ব ছিলেন সৈয়দা সাজেদা চৌধুরী। তার মৃত্যুতে দেশ এক গুণী মানুষকে হারাল, যে শূন্যতা পূরণ হওয়ার নয়।’ শোকবার্তায় উপাচার্য মরহুমার বিদেহী রুহের মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
উল্লেখ্য, বর্ষীয়ান এ রাজনীতিবিদ গত রবিবার রাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়