মাদক দিয়ে ফাঁসানো পুলিশসহ তিনজন কারাগারে

আগের সংবাদ

বাণিজ্যিক জাগরণের সম্ভাবনা > উত্তর-পূর্বের দুয়ার খুলছে : কানেক্টিভিটিতে গুরুত্ব বাংলাদেশ ও ভারতের

পরের সংবাদ

সংবাদ সংক্ষেপ

প্রকাশিত: সেপ্টেম্বর ১৩, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: সেপ্টেম্বর ১৩, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

বীজ ও সার বিতরণ

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি : গোমস্তাপুর উপজেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজনে ৫০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে মাসকলাইয়ের বীজ ও সার বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার উপজেলা চত্বরে প্রণোদনা কর্মসূচির উদ্বোধন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা খাতুনের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন গোমস্তাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মোস্তফা বিশ্বাস, উপজেলা চেয়ারম্যান হুমায়ুন রেজা, রহনপুর পৌর মেয়র মতিউর রহমান খান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ তানভীর আহমেদ সরকার প্রমুখ। অনুষ্ঠানে প্রতিজন কৃষককে ৫ কেজি করে মাসকালাই বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার বিতরণ করা হয়।

পোনা অবমুক্ত

দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি : দেওয়ানগঞ্জে উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। গতকাল সোমবার সকালে উপজেলা মৎস্য বিভাগের আয়োজনে পৌর শহরের ব্রহ্মপুত্র নদে উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হয়। মিশ্র জাতের রুই, কাতল ও মৃগেলসহ বিভিন্ন প্রজাতির দেশীয় মাছের ২ মণ পোনা মাছ অবমুক্ত করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সোলায়মান হোসেন। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার কামরুন্নাহার শেফা, জেলা মৎস্য অফিসার এস এম খালেকুজ্জামান, ভাইস চেয়ারম্যান দেওয়ান ইমরান, পৌর মেয়র শেখ মোহাম্মদ নুরুন্নবী অপু, দেওয়ানগঞ্জ মডেল থানা অফিসার ইনচার্জ শ্যামল চন্দ্র ধর প্রমুখ।

মতবিনিময় সভা

কাগজ প্রতিবেদক, মাদারীপুর : জেলার রাজৈর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপকারভোগী কৃষক, জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তাদের সমন্বয়ে কৃষি ও কৃষকের সমস্যা ও সম্ভবনা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দুপুরে রাজৈর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন কৃষি মন্ত্রণালয়ের উপসচিব মো. আলী আকবর। রাজৈর উপজেলা নির্বাহী অফিসার মো. আনিসুজ্জামানের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা চেয়ারম্যান রেজাউল করীম চৌধুরী, ভাইস চেয়ারম্যান শেখ ফজলুল হক বাবুল, পৌর মেয়র নাজমা রশীদ প্রমুখ। সমগ্র সভায় সঞ্চালকের দায়িত্ব পালন করনে উপজেলা কৃষি অফিসার ফরহাদুল মেরাজ।

পুরস্কার বিতরণ

কাহালু (বগুড়া) প্রতিনিধি : উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে গতকাল সোমবার উপজেলা হলরুমে জাতীয় শিক্ষা সপ্তাহ পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। নির্বাহী অফিসার পাপিয়া সুলতানার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আল হাসিবুল হাসান কবিরাজ সুরুজ। বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ লালু, মাধ্যমিক শিক্ষা অফিসার মোতাহার হোসেন। এ সময় বক্তব্য রাখেন- বামুজা ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার অধ্যক্ষ ডা. আব্দুল মান্নান, নারহট্ট বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়নুল আবেদীন খাঁন। অনুষ্ঠান শেষে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।

সেমিনার

মাগুরা প্রতিনিধি : মাদক প্রতিরোধে ও যুবসমাজের সম্পৃক্ততা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দুপুরে ইটখোলা আবালপুর রোভা ফাউন্ডেশনের প্রশিক্ষণ কেন্দ্রে স্বেচ্ছাসেবী সংস্থা এডাব মাগুরা জেলা শাখা এ সেমিনারের আয়োজন করে। এতে এডাব মাগুরা জেলা শাখার সভাপতি কাজী কামরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ড. আশরাফুল আলম। বিশেষ অতিথি ছিলেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নাসির উদ্দীন ও জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. আশাদুল ইসলাম। সেমিনার স্বাগত বক্তব্য রাখেন এডাব মাগুরা জেলা শাখার সদস্য সচিব সাবিনা ইয়াসমিন।

সম্প্রীতি কমিটির সভা

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : আদমদীঘি উপজেলা সামাজিক সম্প্রীতি কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার আদমদীঘি উপজেলা সভাকক্ষে এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শ্রাবণী রায়। এতে প্রধান অতিথি বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সিরাজুল ইসলাম খান রাজু। আরো বক্তব্য রাখেন- মহিলা ভাইস চেয়ারম্যান সালমা বেগম, থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম, মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার আব্দুল হামিদ, ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি নাজিমুল হুদা খন্দকার, সাজেদুল ইসলাম, পূজা উদযাপন পরিষদের সম্পাদক মিহির সরকার প্রমুখ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়