মাদক দিয়ে ফাঁসানো পুলিশসহ তিনজন কারাগারে

আগের সংবাদ

বাণিজ্যিক জাগরণের সম্ভাবনা > উত্তর-পূর্বের দুয়ার খুলছে : কানেক্টিভিটিতে গুরুত্ব বাংলাদেশ ও ভারতের

পরের সংবাদ

রকি হত্যা মামলা : রাজবাড়ীতে অস্ত্র ও গুলিসহ দুই আসামি গ্রেপ্তার

প্রকাশিত: সেপ্টেম্বর ১৩, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: সেপ্টেম্বর ১৩, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

রাজবাড়ী প্রতিনিধি : সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নে আরিফুল ইসলাম রকিকে গুলি করে হত্যার ঘটনায় দুইজন গ্রেপ্তার ও হত্যাকাণ্ডে ব্যবহৃত দুটি বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার দুপুরে রাজবাড়ী পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান প্রেস কনফারেন্সের মাধ্যমে এসব তথ্য সাংবাদিকদের জানান। পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান বলেন, শনিবার সন্ধ্যায় এলাকায় পূর্ব বিরোধকে কেন্দ্র করে রকিকে গুলি করে হত্যা করে। ঘটনার সঙ্গে সঙ্গে পুলিশ রকি হত্যায় জড়িতদের ধরতে মাঠে নামে। হত্যায় অংশ নেয়া রাকিব শেখ ও ইয়ামীন আলীকে পুলিশ গ্রেপ্তার করে। একই সঙ্গে হত্যাকাণ্ডে ব্যবহৃত দুটি বিদেশি পিস্তল, দুটি গুলি ও পাঁচটি গুলির খোশা উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত রাকিব শেখ চরখানাপুর গ্রামের নাজিমউদ্দীন শেখের ছেলে আর ইয়ামীন আলী কুষ্টিয়া সদর থানার দহকুলা গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়