মাদক দিয়ে ফাঁসানো পুলিশসহ তিনজন কারাগারে

আগের সংবাদ

বাণিজ্যিক জাগরণের সম্ভাবনা > উত্তর-পূর্বের দুয়ার খুলছে : কানেক্টিভিটিতে গুরুত্ব বাংলাদেশ ও ভারতের

পরের সংবাদ

বাগেরহাটে বিভাগীয় কমিশনারের মতবিনিময়

প্রকাশিত: সেপ্টেম্বর ১৩, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: সেপ্টেম্বর ১৩, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

বাগেরহাট প্রতিনিধি : সরকারি সেবা তৃণমূলে পৌঁছে দেয়ার লক্ষ্যে বাগেরহাট জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধীজনের সাথে মতবিনিময় সভা করেছেন খুলনা বিভাগের বিভাগীয় কমিশনার মো. জিল্লুর রহমান চৌধুরী। গতকাল সোমবার সকালে বাগেরহাট জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী ঝুমুর বালা। এ সময় আরো উপস্থিত ছিলেন পুলিশ সুপার কে. এম. আরিফুল হক, পিপিএম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) খন্দকার মোহাম্মদ রিজাউল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. হাফিজ আল আসাদ, বাগেরহাটের সিভিল সার্জন ডা. জালাল উদ্দীন আহমেদ, সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. ফরিদ উদ্দিন, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আবু জাফর সিদ্দিক, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. শরীফুজ্জামান, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী জয়ন্ত মল্লিক, তথ্য অধিদপ্তরের উপপরিচালক মো. মেহেদী হাসান, বাগেরহাট পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মু. নুরুল হোসাইন, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপপরিচালক বিকাশ কুমার দাস, সহকারী পরিচালক মো. দিলদার হোসেন, দুদকের পিপি মিলন কুমার ব্যানার্জি, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মু. শাহ আলম, অধ্যাপক বুলবুল কবিরসহ গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তারা।

সভায় প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার মো. জিল্লুর রহমান চৌধুরী বলেন, সরকারি কর্মকর্তা কর্মচারীরা জনগণের সেবক। তাই তৃণমূলে জনগণকে সকল সেবা পৌঁছে দেয়া তাদের দ্বায়িত্ব। এ সময় তিনি ভেজালবিরোধী অভিযানের প্রতি গুরুত্ব প্রদানের নির্দেশ দেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়