মাদক দিয়ে ফাঁসানো পুলিশসহ তিনজন কারাগারে

আগের সংবাদ

বাণিজ্যিক জাগরণের সম্ভাবনা > উত্তর-পূর্বের দুয়ার খুলছে : কানেক্টিভিটিতে গুরুত্ব বাংলাদেশ ও ভারতের

পরের সংবাদ

ডাক্তারকে মারধর : রোগীর স্বজনের বিরুদ্ধে থানায় অভিযোগ

প্রকাশিত: সেপ্টেম্বর ১৩, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: সেপ্টেম্বর ১৩, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি : সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইমারজেন্সি মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ তাজদিদুল ইসলামকে রোগীর স্বজনরা মারধর করেছে। গত রবিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতরে এ ঘটনা ঘটে। সোমবার ভুক্তভোগী ওই ডাক্তার বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে বলা হয়, রবিবার রাত ৯টার দিকে সিংগাইর উপজেলার চর আজিমপুর গ্রামের শহিদের মেয়ে সুখী আক্তার পেট ব্যথা নিয়ে ওই স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। তার চিকিৎসা চলাকালীন পেট ব্যথা কমছিল না। রোগীর ছোট ভাই আজিজুল ইসলাম ডাক্তার তাজদিদুলকে তার কক্ষ থেকে এনে মারধর করেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুজহাত নওরীন আমিন বলেন, এ ঘটনায় হাসপাতালে বেশিরভাগ নারী চিকিৎসক হওয়ায় আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। অভিযুক্ত আজিজুল ইসলাম বলেন, ‘আমার বোন পেট ব্যথায় চিৎকার করছিল। এ সময় আমি ডাক্তারকে ঘুম থেকে ডেকে তুলে বোনকে দেখার জন্য অনুরোধ করি। ডাক্তার রেগে গিয়ে রোগীকে অন্য হাসপাতালে নিয়ে যাওয়ার কথা বলে। পরে আমি তাকে হাত ধরে টান দিয়েছি মাত্র। ঘটনাটির জন্য আমি ওই ডাক্তারের পা ধরে মাফ চেয়েছি।’ এ ব্যাপারে সিংগাইর থানার ওসি সফিকুল ইসলাম মোল্যা বলেন, ‘লিখিত অভিযোগ পেয়েছি। মামলার প্রস্তুতি চলছে।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়