মাদক দিয়ে ফাঁসানো পুলিশসহ তিনজন কারাগারে

আগের সংবাদ

বাণিজ্যিক জাগরণের সম্ভাবনা > উত্তর-পূর্বের দুয়ার খুলছে : কানেক্টিভিটিতে গুরুত্ব বাংলাদেশ ও ভারতের

পরের সংবাদ

টুকরো খবর

প্রকাশিত: সেপ্টেম্বর ১৩, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: সেপ্টেম্বর ১৩, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

মরদেহ উদ্ধার
লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি : লোহাগড়ার মল্লিকপুর ইউনিয়নের পাঁচুড়িয়া গ্রামে পানিতে ভাসমান অবস্থায় অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার সকালে গ্রামের বিলের মধ্যে আনুমানিক ৪০ বছর বয়সের অজ্ঞাত পরিচয় এক যুবকের মরদেহ পানিতে ভাসতে দেখে এলাকাবাসী থানায় খবর দেন। পুলিশ দুপুরে মরদেহ উদ্ধার করে। মৃতের শরীরে কোনো কাপড় ছিল না। চোখ দুটি পচে গেছে। কানের কিছু অংশসহ শরীরের অন্যান্য স্থানেও পচন ধরেছে। আঘাতের তেমন চিহ্ন দেখা যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।
ওসি নাসির উদ্দিন বলেন, ধারণা করা হচ্ছে, তিন-চারদিন আগে কে বা কারা অজ্ঞাত যুবকের মরদেহ বিলে ফেলে গেছে। হত্যাকাণ্ড কিনা তদন্ত করে বলা যাবে।
পোনা অবমুক্ত
দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি : দিরাইয়ে ৩৮০ কেজি রুই জাতীয় মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। গতকাল সোমবার সকাল ১১টায় দিরাই পৌরশহরের অদূরে গোফরাখাল জলমহালে এসব পোনা অবমুক্ত করে উপজেলা মৎস্য অফিস। এ সময় উপস্থিত ছিলেন- জেলা মৎস্য অফিসার সুনীল মণ্ডল, দিরাই উপজেলা চেয়ারম্যান মঞ্জুর আলম চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুর রহমান মামুন, পৌরসভার মেয়র বিশ্বজিত রায়, উপজেলা ভাইস চেয়ারম্যান মোহন চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান রিপা সিনহা, দিরাই থানার ওসি মো. সাইফুল আলম, উপজেলা কৃষি অফিসার মো. নাহিদ আহমদ, জগন্নাথপুর উপজেলা মৎস্য অফিসার মো. আক্তারুজ্জামান, শান্তিগঞ্জ কার্প হ্যাচারির ম্যানেজার মো. মোজ্জাম্মেল হক, দিরাই সিনিয়র উপজেলা মৎস্য অফিসার শরিফুল আলম প্রমুখ।
প্রশিক্ষণ
শান্তিগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি : শান্তিগঞ্জে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে এবং উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প ও জাইকার সহযোগিতায় সমবায়ী গ্রামীণ মহিলাদের আর্থসামাজিক উন্নয়নের জন্য বাঁশ ও বেতের মালামাল তৈরির প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকালে উপজেলা পরিষদের অফিসার্স ক্লাবে সপ্তাহব্যাপী প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ফারুক আহমদ, উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার উজ জামান, ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রানী তালুকদার, স্থানীয় সরকার বিভাগের প্রতিনিধি হোসাইন আহমদ বিপ্লব ও উপজেলা সমবায় কর্মকর্তা মাসুদ আহমদ প্রমুখ। এ সময় উপজেলার বিভিন্ন এলাকার সমবায়ী মহিলারা উপস্থিত ছিলেন।
সম্প্রীতি সমাবেশ
রোয়াংছড়ি (বান্দরবান) প্রতিনিধি : রোয়াংছড়িতে উপজেলা প্রশাসনের উদ্যোগে জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, ধর্মীয় প্রনিতিধি, সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান এবং ছাত্র-শিক্ষকসহ সব শ্রেণি-পেশার মানুষকে নিয়ে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার উপজেলা মিলনায়তনে আয়োজিত সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. খোরশেদ আলম চৌধুরীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান চহাইমং মারমা। বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান আথুইমং মারমা, রোয়াংছড়ি সদর ইউপি চেয়ারম্যান মেহ্লাঅং মারমা, সমাজ সেবা কর্মকর্তা থুইয়ইচিং মারমা, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মো. কামাল হোসেন, রোয়াংছড়ি কলেজের প্রভাষক উহাইসিং মারমা।
শুদ্ধাচার প্রশিক্ষণ
শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি : শাহজাদপুরে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও জনপ্রতিনিধিদের দুর্নীতি বিরোধী ও শুদ্ধাচারবিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকালে শাহজাদপুর রবীন্দ্র কাছাড়ী বাড়ি অডিটরিয়ামে উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প (ইউজিডিপি) এবং জাইকার সহযোগিতায় উপজেলা পরিষদ আয়োজিত এ প্রশিক্ষণে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের সিরাজগঞ্জ জেলা উপপরিচালক তোফাজ্জল হোসেন, শাহজাদপুর উপজেলা চেয়ারম্যান আজাদ রহমান, শাহজাদপুরের পৌর মেয়র মনির আক্তার খান তরুলোদী, উপজেলা ভাইস চেয়ারম্যান মামুনুর রশিদ লিয়াকত, শাহজাদপুর থানার ওসি (অপারেশন) আব্দুল মজিদ। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তরিকুল ইসলাম।
ওপেন হাউস ডে
ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি : ঝিকরগাছায় ‘ওপেন হাউস ডে’ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দুপুরে থানা চত্বরে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ার্দার। সঞ্চালনা করেন নাভারণ সার্কেল এএসপি জুয়েল ইমরান। সভাপতিত্ব করেন ঝিকরগাছা থানার ওসি সুমন ভক্ত। অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর আলম মুকুল, সহসভাপতি রমজান শরীফ বাদশা, সাধারণ সম্পাদক মুছা মাহমুদ, বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী, আব্দুল লতিফ, উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম রেজা প্রমুখ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়