মাদক দিয়ে ফাঁসানো পুলিশসহ তিনজন কারাগারে

আগের সংবাদ

বাণিজ্যিক জাগরণের সম্ভাবনা > উত্তর-পূর্বের দুয়ার খুলছে : কানেক্টিভিটিতে গুরুত্ব বাংলাদেশ ও ভারতের

পরের সংবাদ

জুবিনকে গ্রেপ্তারের দাবি

প্রকাশিত: সেপ্টেম্বর ১৩, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: সেপ্টেম্বর ১৩, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

বিনোদন ডেস্ক : যুক্তরাষ্ট্রে একটি কনসার্টে গান গাইতে যাচ্ছেন বলিউডের এ সময়ের জনপ্রিয় গায়ক জুবিন নটিয়াল। আর এ খবরেই বিপাকে পড়েছেন ‘আঁখ উঠি’ খ্যাত এ গায়ক। সামাজিক যোগাযোগ মাধ্যমে জুবিনকে গ্রেপ্তারের দাবি করেছেন ভারতীয় নেটিজেনদের অনেকে। টুইটারে হ্যাশট্যাগ ‘অ্যারেস্ট জুবিন নটিয়াল’ ট্রেন্ডও শুরু হয়েছে। সেই সঙ্গে গোটা বলিউড ইন্ডাস্ট্রিকেও বয়কটের ডাক দেওয়া হয়েছে। কনসার্টটির আয়োজনে রয়েছেন জয় সিং নামের এক বিতর্কিত ব্যক্তি। যিনি নিষিদ্ধ খালিস্তানি সংগঠনের সঙ্গে যুক্ত বলে অভিযোগ। ভারতের পুলিশি খাতায় ‘ওয়ান্টেড ক্রিমিনাল’ হিসেবে তালিকাভুক্ত তিনি। গত ৩০ বছর ধরে আত্মগোপনে ছিলেন এই জয় সিং। আর এমন মোস্ট ওয়ান্টেডের আয়োজনে গান গাওয়ার ঘোষণা দিয়েছেন জুবিন! ওই ঘোষণার পরেই বিতর্কের মুখে পড়েন এই গায়ক। সম্প্রতি জুবিন সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের কনসার্টের কথা জানান। আর তারপর থেকেই তাকে নিয়ে ট্রলিং শুরু করে নেটিজেনরা। জয় সিংয়ের বিরুদ্ধে মাদক পাচার এবং ভিডিও প্রতারণার অভিযোগ রয়েছে। গত ৩০ বছর ধরে গা ঢাকা দিয়ে আছেন তিনি। চণ্ডীগড় পুলিশ তাকে খুঁজছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়