মাদক দিয়ে ফাঁসানো পুলিশসহ তিনজন কারাগারে

আগের সংবাদ

বাণিজ্যিক জাগরণের সম্ভাবনা > উত্তর-পূর্বের দুয়ার খুলছে : কানেক্টিভিটিতে গুরুত্ব বাংলাদেশ ও ভারতের

পরের সংবাদ

ক্লাব পরিচিতি : ফুলহ্যাম এফসি

প্রকাশিত: সেপ্টেম্বর ১৩, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: সেপ্টেম্বর ১৩, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

ফুলহ্যাম ফুটবল ক্লাব ইংল্যান্ডের একটি পেশাদার ফুটবল ক্লাব। ক্লাবটির ডাকনাম দ্য কোটেজার্স, দ্য ওয়াইটস, দ্য লিলি ওয়াইটস। বর্তমানে ক্লাবটি ইংল্যান্ডের শীর্ষস্থানীয় ফুটবল প্রতিযোগিতা ইংলিশ প্রিমিয়ার লিগে খেলে থাকে। আজ থেকে ১৪৩ বছর আগে ১৮৭৯ সালে ক্লাবটি প্রতিষ্ঠিত হয়। এই ক্লাবটি ১৮৯৮ সালের ১২ ডিসেম্বর পেশাদার ক্লাবের মর্যাদা অর্জন করে এবং সে বছর সাউদার্ন ফুটবল লিগের দ্বিতীয় বিভাগে খেলে। এরপরই আর্সেনাল ফুটবল ক্লাবের পর লন্ডনের দ্বিতীয় পেশাদার ফুটবল ক্লাব হয়ে উঠে ফুলহ্যাম। ২৫,৭০০ আসন বিশিষ্ট ক্র্যাভেন কটেজকে ক্লাবটি তাদের হোম ভেন্যু হিসেবে ব্যবহার করে। ক্লাবটির বর্তমান মালিক পাকিস্তানের শহিদ খান। তিনি একইসঙ্গে সভাপতিরও দায়িত্ব পালন করছেন। ইংল্যান্ডের স্কট পার্কার ক্লাবটির ম্যানেজারের দায়িত্ব পালন করছেন। বর্তমানে ক্লাবটির অধিনায়কের দায়িত্ব পালন করছেন স্কটল্যান্ডের টম কেয়ারনি। ক্লাবটির নিজের মাঠে সাদা-কালো জার্সি পরে খেলে থাকে। এছাড়া অন্যের মাঠে ক্লাবটির খেলোয়াড়রা পরেন হলুদ জার্সি। ১৯৭৪-৭৫ সালে অনুষ্ঠিত এফএ কাপের ফাইনালে ফুলহ্যাম রানার্সআপ হয়। এছাড়া ২০০৯-১০ সালে উয়েফা ইউরোপা লিগের রানার্সআপ হয় ক্লাবটি। হামবুর্গে অনুষ্ঠিত প্রতিযোগিতার ফাইনালে অ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে অতিরিক্ত সময়ে ২-১ গোলে পরাজিত হয় ফুলহ্যাম। ২০২১-২২ মৌসুমে অনুষ্ঠিত ইংলিশ ফুটবল লিগ চ্যাম্পিয়নশিপের শিরোপা লাভ করে ক্লাবটি। চলমান ইংলিশ প্রিমিয়ার লিগে এ পর্যন্ত ছয়টি ম্যাচ খেলেছে ফুলহ্যাম। এর মধ্যে ২ ম্যাচে জয় পায় ক্লাবটি। এছাড়া ২ ড্র এবং ২ হারে তাদের পয়েন্ট ৮। বর্তমানে ক্লাবটির গোলপোস্ট সামলান মারেক রোডাক এবং বার্ন্ড লেনো। কেনে টেটে, কেভিন কুরজাওয়া, তসিন আদাবাইও, শেন ডাফি, টিম রিম, কেভিন এম্বাবু ক্লাবটির রক্ষণভাগের দায়িত্বে আছেন।
– কাগজ ডেস্ক

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়