খন্দকার মোশাররফ : বিএনপিকে নির্যাতন করে দমিয়ে রাখা যাবে না

আগের সংবাদ

দুই সংকটে তৈরি পোশাক খাত : সংকট কাটলে ৮ বছরে পোশাক খাতে রপ্তানি আয় ১০০ বিলিয়ন ডলারের আশা

পরের সংবাদ

সম্মাননা পদক পেলেন আলতাফ হোসেন

প্রকাশিত: সেপ্টেম্বর ১২, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: সেপ্টেম্বর ১২, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : সাবেক জাতীয় ক্রীড়াবিদ কারাতে ব্ল্যাক (১ম ড্যান) হোল্ডার স্কাউটার মো. আলতাফ হোসেনকে (উডব্যাজার) বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি সিংগাইর, মানিকগঞ্জ হতে সম্মাননা পদকে ভূষিত করা হয়।
৪৯তম গ্রীষ্মকালীন বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতা সিংগাইর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।
সভাপতিত্ব করেন সিংগাইর উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মুশফিকুর রহমান খান হান্নান। অনুষ্ঠান শেষে জাতীয় পর্যায়ে ক্রীড়া ও স্কাউটিংসহ সামাজিক কর্মকাণ্ডে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতিস্বরূপ সাবেক জাতীয় ক্রীড়াবিদ কারাতে ব্ল্যাক বেল্ট (১ম ড্যান) হোল্ডার মো. আলতাফ হোসেনকে (উডব্যাজার) সম্মাননা পদকে ভূষিত করে হাতে তুলে দেন উপজেলা চেয়ারম্যান মুশফিকুর রহমান খান হান্নান ও উপজেলা নির্বাহী অফিসার দিপন দেবনাথ।
উপস্থিত ছিলেন বিশেষ অতিথি শহিদুর রহমান শহিদ সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ, সিংগাইর উপজেলা, বিশেষ অতিথি আবু নাঈম মো. বাশার মেয়র, সিংগাইর পৌরসভা, মো. সায়েদুল ইসলাম সাধারণ সম্পাদক উপজেলা ক্রীড়া সংস্থা, আনোয়ারা খাতুন সাধারণ সম্পাদক বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ, মানিকগঞ্জ, আমেনা পারভিন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, মোহাম্মদ আক্রাম হোসাইন, প্রধান শিক্ষক, সিংগাইর সরকারি উচ্চ বিদ্যালয়, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোহাম্মদ মনিরুজ্জামান খান। অনুষ্ঠান সঞ্চালন করেন মো. আতাউর রহমান, সাবেক প্রধান শিক্ষক সিংগাইর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়