খন্দকার মোশাররফ : বিএনপিকে নির্যাতন করে দমিয়ে রাখা যাবে না

আগের সংবাদ

দুই সংকটে তৈরি পোশাক খাত : সংকট কাটলে ৮ বছরে পোশাক খাতে রপ্তানি আয় ১০০ বিলিয়ন ডলারের আশা

পরের সংবাদ

শক্তিহীন শরীর

প্রকাশিত: সেপ্টেম্বর ১২, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: সেপ্টেম্বর ১২, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

আমার আকাশে চাঁদের জোৎস্না নেই,
মহাশূন্যে রাতের প্রদীপ নিভে গেছে,
গাঢ় অন্ধকারে যন্ত্রণাকে
অনুবাদ করতে চেয়েছিলাম জলজ চোখে।

দুআঙুলের চিপায় জ¦লন্ত সিগারেটের
ছাই গলে গলে মিশ্রিত হয় জলে,
ভুল বুনে বুনে রাতভর হেঁটে চলি
কচি কচি ঘাসের বুক মাড়িয়ে।

ফেনিল সমুদ্রের অগণিত লহরি আঁচড়ে
পরে হৃদয়ের জমাট বাঁধা বালুকায়,
প্রতিনিয়ত প্রশ্ন করে অপ্রিয় বিস্মৃতিরা
একটু একটু করে গুছিয়ে নিয়েছিলাম
আমার বেদনা নামক গ্রন্থটির সৎকার।

সকালের স্নিগ্ধতা গায়ে মেখে
আয়নায় চেয়ে দেখি, বয়সের ভারে
নুয়ে পড়েছে শক্তিহীন আমার শরীর।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়