খন্দকার মোশাররফ : বিএনপিকে নির্যাতন করে দমিয়ে রাখা যাবে না

আগের সংবাদ

দুই সংকটে তৈরি পোশাক খাত : সংকট কাটলে ৮ বছরে পোশাক খাতে রপ্তানি আয় ১০০ বিলিয়ন ডলারের আশা

পরের সংবাদ

যাত্রাবাড়ীতে রেস্টুরেন্টে আগুন : পর্যাপ্ত কমপ্লায়েন্স না থাকায় নেভাতে বেগ পেতে হয়

প্রকাশিত: সেপ্টেম্বর ১২, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: সেপ্টেম্বর ১২, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : রাজধানীর যাত্রাবাড়ীর একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আরবেন চাইনিজ ও পার্টি সেন্টার নামে ওই রেস্টুরেন্টটিতে গতকাল রবিবার সকাল ৬টার দিকে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস। পরে ১০টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় পৌনে ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক ট্রান্সফরমার বিস্ফোরণের কারণে আগুনের সূত্রপাত হয়। রেস্টুরেন্টটিতে পর্যাপ্ত ফায়ার কমপ্লায়েন্স না থাকায় আগুন নেভাতে বেগ পেতে হয়। ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের উপপরিচালক দিনমনি শর্মা এ তথ্য জানান। আগুন নিয়ন্ত্রণ শেষে গতকাল ঘটনাস্থলে সাংবাদিকদের তিনি বলেন, সকাল ৬টা ৭ মিনিটে আমরা রেস্টুরেন্টে আগুন লাগার খবর পাই। খবর পাওয়ার পর কয়েক দফায় মোট ১০টি ইউনিট প্রায় পৌনে ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ভবনটি চার তলা ও খুবই কনজাস্টেড ছিল। তিনি আরো বলেন, রেস্টুরেন্টে আগুন নেভানোর মতো কিছুই পাওয়া যায়নি। তাই আগুন নেভাতে অনেক বেগ পেতে হয়েছে বলেও জানান তিনি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়