খন্দকার মোশাররফ : বিএনপিকে নির্যাতন করে দমিয়ে রাখা যাবে না

আগের সংবাদ

দুই সংকটে তৈরি পোশাক খাত : সংকট কাটলে ৮ বছরে পোশাক খাতে রপ্তানি আয় ১০০ বিলিয়ন ডলারের আশা

পরের সংবাদ

নিশিতে মিশি

প্রকাশিত: সেপ্টেম্বর ১২, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: সেপ্টেম্বর ১২, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

জেগে থাকা রাত সহজে ফুরাতে চায় না।
রাত’টাও ছিল বেশ, দীর্ঘতম রাত।
আঁধারে রঙিন আলোতে মিশে যাই,
এভাবে প্রায়ই।
সুযোগ বুঝে ভাবনাগুলোও জেগে উঠেছে
যার-যার ইচ্ছেমতো।
করেছে ছোটাছুটি আমার চিন্তাচেতনায়।
কখনো কখনো নিজেকে হারিয়ে ফেলি
রঙিন আলোদের মাঝে।
যখন নিজেকে আবিষ্কার করি
তখন আর কোনো রকম স্বাদ থাকে না মনে।
শেষ না হওয়া রাত, অবশেষে ভোর হয়।
এভাবে আবারো কোনো একদিন
সেই! ঘুমহীন রাতের শর্তে।
রঙিন আলো হয়ে তারা আবারো আসবে
যারা প্রায় নিশিতে মিশে, আমার দেহ-মনে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়