খন্দকার মোশাররফ : বিএনপিকে নির্যাতন করে দমিয়ে রাখা যাবে না

আগের সংবাদ

দুই সংকটে তৈরি পোশাক খাত : সংকট কাটলে ৮ বছরে পোশাক খাতে রপ্তানি আয় ১০০ বিলিয়ন ডলারের আশা

পরের সংবাদ

কাশিমপুরে বন্দির মৃত্যু

প্রকাশিত: সেপ্টেম্বর ১২, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: সেপ্টেম্বর ১২, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক, গাজীপুর : গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট ১-এ মাদক মামলার এক বন্দির মৃত্যু হয়েছে। গত শনিবার রাতে মো. সানাউল্লাহ নামের ওই বন্দির মৃত্যু হয় বলে জানিয়েছেন কারা কর্তৃপক্ষ।
মৃত মো. সানাউল্লাহ (৫৫) নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভোলানাথপুর গ্রামের নইম উদ্দিনের ছেলে, যার হাজতি নং-৯৬৬০/এ।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট ১ এর ভারপ্রাপ্ত সিনিয়র জেল সুপার মো. নুরুন্নবী ভূঁইয়া জানান, গত শনিবার রাত সাড়ে ৯টার দিকে মাদক মামলার বন্দি সানাউল্লাহ হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তাকে প্রথমে কারা হাসপাতালে নেয়া হয়। পরে সেখান থেকে কারারক্ষীদের প্রহরায় শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা করে ১০টা ৭ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন। মৃত সানাউল্লাহ মাদক আইনে খিলক্ষেত থানায় দায়ের করা মামলায় বন্দি হিসেবে এই কারাগারে অন্তরীণ ছিলেন। মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করাসহ পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়