খন্দকার মোশাররফ : বিএনপিকে নির্যাতন করে দমিয়ে রাখা যাবে না

আগের সংবাদ

দুই সংকটে তৈরি পোশাক খাত : সংকট কাটলে ৮ বছরে পোশাক খাতে রপ্তানি আয় ১০০ বিলিয়ন ডলারের আশা

পরের সংবাদ

অভয়নগর : আগুনে ঘর ছাই পুড়ল আড়াইশ কবুতর

প্রকাশিত: সেপ্টেম্বর ১২, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: সেপ্টেম্বর ১২, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

নওয়াপাড়া (যশোর) প্রতিনিধি : অভয়নগরে রংমিস্ত্রি ইয়াছিন গাজীর বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল রবিবার সকাল সাড়ে ৯টার সময় এ অগ্নিকাণ্ড ঘটে। ইয়াছিন গাজীর বাড়ি অভয়নগর উপজেলার বুইকরা গ্রামে। ইয়াছিন গাজী জানান, গতকাল রবিবার সকাল সাড়ে ৯টায় সকলে বিভিন্ন কাজে বাড়ি থেকে বের হয়ে যান। এ সময় তাদের বসতঘরে আগুন জ্বলতে দেখে প্রতিবেশীরা নেভানোর চেষ্টা করেন এবং নওয়াপাড়া ফায়ার সার্ভিস অফিসে খবর দেন। ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আধা ঘণ্টা পর আগুন নেভায়। এর মধ্যে বসতবাড়ি ও ঘরের মধ্যে থাকা সব মালামাল পুড়ে যায়। বাড়িতে কবুতরের ঘর ছিল সেটাও পুড়ে যায়। কবুতরের ঘর বন্ধ থাকার কারণে প্রায় আড়াইশ কবুতর পুড়ে মারা গেছে।

নওয়াপাড়া ফায়ার সার্ভিসের কর্মকর্তা টিটব শিকদার বলেন, সর্টসার্কিট থেকে আগুনের ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়