একদিনে ২৭৮ করোনা রোগী শনাক্ত

আগের সংবাদ

দেশীয় কয়লা উত্তোলনে গুরুত্ব : বাধা হয়ে দাঁড়িয়েছে নীতি ও পরিবেশ, বিশ্বে কয়লার ব্যবহার বেড়েছে

পরের সংবাদ

সংবাদ সংক্ষেপ

প্রকাশিত: সেপ্টেম্বর ১১, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: সেপ্টেম্বর ১১, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

আলোচনা সভা

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : দুর্গাপুরে পথ পাঠাগারের আয়োজনে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে গত শুক্রবার বিকালে পৌর শহরের কুমার দীজেন্দ্র পাবলিক লাইব্রেরি হলরুমে কবিতা আবৃত্তি ও আলোচনা সভা হয়। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আগত শিক্ষার্থীরা কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় অংশ নেয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন পথ পাঠাগারের সভাপতি নাজমুল হুদা সারোয়ার। পথ পাঠাগারের সদস্য জিয়াউল হক শুভর সঞ্চালনায় বক্তব্য রাখেন- সুসং আদর্শ বিদ্যানিকেতনের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বীরেশ্বর চক্রবর্তী, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জামাল তালুকদার, সদস্য নিতাই সরকার, ডা. কামরুল ইসলাম প্রমুখ।

ল্যাপটপ বিতরণ

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি : শিবগঞ্জে অসহায় এক মেধাবী শিক্ষার্থী ও একটি শিক্ষাপ্রতিষ্ঠানে ল্যাপটপ দেয়া হয়েছে। গতকাল শনিবার দুপুরে জেলা পরিষদের অর্থায়নে মনাকষায় এসব ল্যাপটপ বিতরণ করেন সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শিউলি বেগম ও বিনোদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জামিল মাস্টারসহ অন্যরা। অনুষ্ঠানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষার্থী ও শিবগঞ্জ পৌর এলাকার নতুন আলিডাঙা মহল্লার সামিদুল ইসলাম ভুট্টুর মেয়ে রিমা খাতুনকে এবং সদর উপজেলার নারায়ণপুর আদর্শ মহাবিদ্যালয়ে দুটি ল্যাপটপ দেয়া হয়।

ক্রীড়া প্রতিযোগিতা

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি : বাকেরগঞ্জে ৪৯তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা উদযাপন উপলক্ষে উপজেলা পর্যায়ের সমাপনী, সনদ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বাকেরগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের উদ্যোগে গতকাল শনিবার বিকাল সাড়ে ৩টায় উপজেলার জেএসইউ মাধ্যমিক বিদ্যালয় মাঠে উপজেলা নির্বাহী অফিসার সজল চন্দ্র শীলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাকেরগঞ্জ পৌরসভার মেয়র মো. লোকমান হোসেন ডাকুয়া। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আকমল হোসেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মোজাম্মেল প্রমুখ। খেলায় বাকেরগঞ্জ জে.এস.ইউ মাধ্যমিক বিদ্যালয় ২-১ গোলে চ্যাম্পিয়ন হয়।

প্রশিক্ষণ

মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশ সংরক্ষণ বিষয়কের ওপর গতকাল শনিবার মুকসুদপুর উপজেলার ফারুক খান মিলনায়তনে একদিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষণে প্রধান অতিথি ছিলেন কৃষি মন্ত্রণালয়ের উপসচিব ড. মো. আলী আকবার। উপজেলা নির্বাহী অফিসার মো. জোবায়ের রহমান রাশেদের সভাপতিত্বে এবং উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. সাইদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. কাবির মিয়া, মুকসুদপুর পৌর মেয়র আশরাফুল আলম শিমুল, উপজেলা ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম মোল্লা, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মুহাম্মদ মনিরুজ্জামান, উপজেলা বন কর্মকর্তা আকতার হোসেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়