একদিনে ২৭৮ করোনা রোগী শনাক্ত

আগের সংবাদ

দেশীয় কয়লা উত্তোলনে গুরুত্ব : বাধা হয়ে দাঁড়িয়েছে নীতি ও পরিবেশ, বিশ্বে কয়লার ব্যবহার বেড়েছে

পরের সংবাদ

ঝিনাইদহ পৌরসভা : ১১ বছর পর ভোট আজ

প্রকাশিত: সেপ্টেম্বর ১১, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: সেপ্টেম্বর ১১, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

রোকনুজ্জামান মিলন, ঝিনাইদহ থেকে : আচরণবিধি লঙ্ঘন, আইনি জটিলতা কাটিয়ে অবশেষে ১১ বছর পর আজ রবিবার অনুষ্ঠিত হবে ঝিনাইদহ পৌরসভা নির্বাচন। ইভিএম মেশিনের মাধ্যমে এ ভোটে চারজন মেয়র প্রার্থী ও ৮৩ জন কাউন্সিলর প্রার্থী ৯টি ওয়ার্ডে নানা উন্নয়নের প্রতিশ্রæতি দিয়ে ভোটারদের মন জয় করার চেষ্টা করছেন। শুক্রবার রাত ১২টার পর থেকে সব প্রচার-প্রচারণা বন্ধ রয়েছে। নির্বাচনে ১৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ৫ প্লাটুন বিজিবিসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবেন।
এ নির্বাচনে মেয়র পদে চারজন, সংরক্ষিত কাউন্সিলর পদে ১৯ জন, সাধারণ কাউন্সিলর পদে ৬৪ জন ভোটযুদ্ধে অংশ নিয়েছেন। ৯টি ওয়ার্ডের ৪৭টি কেন্দ্রে ৮২ হাজার ৬৯৫ জন নারী-পুরুষ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়