একদিনে ২৭৮ করোনা রোগী শনাক্ত

আগের সংবাদ

দেশীয় কয়লা উত্তোলনে গুরুত্ব : বাধা হয়ে দাঁড়িয়েছে নীতি ও পরিবেশ, বিশ্বে কয়লার ব্যবহার বেড়েছে

পরের সংবাদ

গুগল ম্যাপসের পরিবেশবান্ধব নেভিগেশন ফিচার

প্রকাশিত: সেপ্টেম্বর ১১, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: সেপ্টেম্বর ১০, ২০২২ , ১১:২৬ অপরাহ্ণ

ইউরোপে ৪০টির মতো দেশে পরিবেশবান্ধব (ইকো-ফ্রেন্ডলি) নেভিগেশন ফিচার চালু করতে যাচ্ছে গুগল ম্যাপস। গত বছর প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীদের জন্য চালু করা হয়। টেকক্রাঞ্চ প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, ইকো-ফ্রেন্ডলি রুট সেটিংসে যুক্ত করতে হলে প্রথমে ব্যবহারকারীরা গুগল ম্যাপে তাদের প্রোফাইলে ট্যাপ করবে। এরপর সেটিংস নেভিগেশনের সেটিংস অপশনে যেতে হবে এবং রুট অপশনে স্ক্রল করতে হবে। ব্যবহারকারীরা জ্বালানি ব্যবহারে দক্ষ রুট চালু অথবা বন্ধ করতে জ্বালানি দক্ষ রুট ট্যাপ করতে পারবে। এক ব্লগ পোস্টে গুগল জানায়, যুক্তরাষ্ট্রের জ্বালানি মন্ত্রণালয়ের আওতাধীন জাতীয় নবায়নযোগ্য জ্বালানি গবেষণাগার (এনআরইএল) ও ইউরোপীয় পরিবেশ সংস্থার (ইইএ) ডাটার সহায়তায় প্রযুক্তিটি তৈরি করা সম্ভব হয়েছে। গুগলের ব্লগ পোস্ট অনুসারে, যুক্তরাষ্ট্র ও কানাডায় ইকো-ফ্রেন্ডলি রুট চালুর পর দেশ দুটিতে কার্বন নিঃসরণ রোধ করা গিয়েছে। সূত্র: গুগল

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়