কোহলির সেঞ্চুরি : আফগানদের ওপর ঝাল মিটাল ভারত

আগের সংবাদ

ভারতের সাত রাজ্যের মুখ্যমন্ত্রীকে ঢাকায় আমন্ত্রণ : উত্তর-পূর্বের সঙ্গে সংযোগে গুরুত্ব

পরের সংবাদ

সোমবার ঢাকায় শুরু হচ্ছে ইন্টারপা সম্মেলন

প্রকাশিত: সেপ্টেম্বর ১০, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: সেপ্টেম্বর ১০, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : বাংলাদেশসহ ৪৫টি দেশের ১২৭ জন প্রতিনিধির অংশগ্রহণে ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ১১তম ইন্টারপা সম্মেলন। রাজধানীর কাওরান বাজার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আগামী সোমবার থেকে তিন দিনব্যাপী অনুষ্ঠিত হবে এ আন্তর্জাতিক সম্মেলন। ‘ডিজিটালাইজেশন ইন পুলিশিং’ এই প্রতিপাদ্য নিয়ে অনুষ্ঠিত হতে যাওয়া ১১তম বার্ষিক ইন্টারপা সম্মেলনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার বেলা ১১টায় গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হবেন তিনি। অনুষ্ঠানের শেষ দিনে বুধবার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক ড. বেনজীর আহমেদ। পুলিশ সদরদপ্তর সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
সূত্র জানায়, ৫৯টি দেশের ৭৬টি পুলিশ প্রশিক্ষণ একাডেমি বা প্রতিষ্ঠান এই ইন্টারপার সদস্য। এর সদর দপ্তর তুরস্কে। বিভিন্ন দেশের পুলিশের প্রশিক্ষণ প্রতিষ্ঠানসমূহের মধ্যে আন্তঃসম্পর্ক বৃদ্ধি, দক্ষতা ও অভিজ্ঞতা বিনিময়ের লক্ষ্যে অনুষ্ঠিত হচ্ছে এই ইন্টারপা সম্মেলন। এর কার্যক্রম তুরস্ক থেকে পরিচালিত হয়। ইন্টারপা প্রতিবছর বিভিন্ন দেশে সম্মেলন করে। ১০ম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে ২০২১ সালে তুরস্কে। বাংলাদেশ স্টাফ কলেজের ব্যবস্থাপনায় এ বছর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশে। এরই মধ্যে সব ধরনের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। এই সম্মেলন পুলিশের কর্মদক্ষতা বাড়াতে কার্যকর ভূমিকা পালন করবে। সম্মেলনে বিভিন্ন
দেশের পুলিশিং কার্যক্রম সম্পর্কে আলোচনা হবে। এ সময় পুলিশিং কার্যক্রম পরিচালনাকালে বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ এবং কাজে গতিশীলতা আনার বিষয়েও আলোচনা হবে।
সূত্র আরো জানায়, সম্মেলনে অংশ নেয়া দেশগুলোর প্রতিনিধিরা আগামী মঙ্গলবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিস্থলে শ্রদ্ধা নিবেদন করবেন। বুধবার কনফারেন্সের শেষ দিন প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ পুলিশের প্রধান ড. বেনজীর আহমেদ। সেদিন কয়েকটি পেপার প্রেজেন্টেশন হবে। যেখানে বিভিন্ন দেশের পুলিশের প্রশিক্ষণ একাডেমির বিভিন্ন বিষয় তুলে ধরা হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়