কোহলির সেঞ্চুরি : আফগানদের ওপর ঝাল মিটাল ভারত

আগের সংবাদ

ভারতের সাত রাজ্যের মুখ্যমন্ত্রীকে ঢাকায় আমন্ত্রণ : উত্তর-পূর্বের সঙ্গে সংযোগে গুরুত্ব

পরের সংবাদ

শিল্পকলায় বাউল সুর

প্রকাশিত: সেপ্টেম্বর ১০, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: সেপ্টেম্বর ১০, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : একতারা হাতে সুরের তালে তালে নাচ, সেই সঙ্গে সাধুর ভাব-বাণীতে অন্যরকম ছিল শিল্পকলা একাডেমির বটতলার বাউলকুঞ্জ। সুরের মূর্ছনায় সমগ্র একাডেমি প্রাঙ্গণ ঢেকে যায় মুগ্ধতার চাদরে। সুরের সঙ্গে দর্শক শ্রোতাদের করতালি ভিন্নতা এনে দিয়েছিল বাউল গানের আসরে। এমন চিত্রই ছিল গতকাল শুক্রবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমি আয়োজিত নিয়মিত বাউল গানের আসর সাধুসঙ্গে। অনুষ্ঠানে একক কণ্ঠে বাউল গান পরিবেশন করেন সেন্টু বাউল, নাজিয়া বৃষ্টি, নয়ন বাউল, সিফা বাউল এবং মিরাজ।
এরপর বিভিন্ন জেলা থেকে আগত বাউলরা নিজ নিজ পরিবেশনায় সুরের ধারা বইয়ে দেন সমগ্র আয়োজনে। এ পর্বে সংগীত পরিবেশন করেন মাগুরার সমির বাউল, ফরিদপুরের পাগলা বাবুল, কুষ্টিয়ার চন্দনা মজুমদার, রতন বাউল, ক্লোজআপ ওয়ান তারকা বিউটি, যশোরের সাগর বাউল।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়