বাম গণতান্ত্রিক জোটের হুঁশিয়ারি : দমন-পীড়ন করে গদি রক্ষা করা যাবে না

আগের সংবাদ

চার কারণে ভ্যাট আদায়ে বিপর্যয়

পরের সংবাদ

২৪ ঘণ্টায় দেশে ৩৮৮ করোনা রোগী শনাক্ত

প্রকাশিত: সেপ্টেম্বর ৯, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: সেপ্টেম্বর ৯, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : গত ২৪ ঘণ্টায় ৫২৪১টি নমুনা পরীক্ষা করে ৩৮৮ জন নতুন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। আর এ রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১ জনের। নমুনা পরীক্ষার বিপরীতে করোনা রোগীর শনাক্তের হার আবার ৭ শতাংশ ছাড়িয়েছে। নতুন রোগীদের নিয়ে দেশে শনাক্ত মোট কোভিড রোগীর সংখ্যা বেড়ে ২০ লাখ ১৪ হাজার ৭৭ জন হয়েছে। তাদের মধ্যে মোট ২৯ হাজার ৩৩০ জনের মৃত্যু রয়েছে। গতকাল বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার বেড়ে দাঁড়িয়েছে ৭ দশমিক ৪০ শতাংশে, যা আগের দিন ৬ দশমিক ৯৪ শতাংশ ছিল। এক মাস পর গত সোমবার একদিনে ৩৩৩ বেশি কোভিড রোগী শনাক্তের কথা জানায় স্বাস্থ্য অধিদপ্তর। সেদিন শনাক্তের হার ছিল ৬ দশমিক ৬৮ শতাংশ। পরেরদিন মঙ্গলবার শনাক্ত হয় ৩১৩ জন নতুন রোগী, শনাক্তের হার আরো বেড়ে ৬ দশমিক ৭১ শতাংশ হয়। গত বুধবার নতুন রোগীর সংখ্যা কিছুটা কমে ২৮২ জন হলেও শনাক্তের হার বেড়ে ৭ শতাংশের কাছাকাছি পৌঁছে যায়। গতকাল বৃহস্পতিবার শনাক্ত রোগী ৪০০ এর কাছাকাছি পৌঁছে যাওয়ার পাশাপাশি শনাক্তের হার বেড়ে সাড়ে ৭ শতাংশের কাছাকাছি পৌঁছাল।

গত ২৪ ঘণ্টায় ২২৭ জন কোভিড রোগীর সেরে ওঠার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তাদের নিয়ে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৫৮ হাজার ৪৭ জন।

প্রসঙ্গত, দেশে করোনা ভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত ২০২০ সালের ৮ মার্চ। ডেল্টা ভ্যারিয়েন্টের ব্যাপক বিস্তারের মধ্যে গত বছরের ২৮ জুলাই দেশে রেকর্ড ১৬ হাজার ২৩০ জন নতুন রোগী শনাক্ত হয়। প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ২০২০ সালের ১৮ মার্চ দেশে করোনায় প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। ২০২১ সালের ৫ আগস্ট ও ১০ আগস্ট ২৬৪ জন করে মৃত্যুর খবর আসে, যা মহামারির মধ্যে একদিনের সর্বোচ্চ সংখ্যা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়