বাম গণতান্ত্রিক জোটের হুঁশিয়ারি : দমন-পীড়ন করে গদি রক্ষা করা যাবে না

আগের সংবাদ

চার কারণে ভ্যাট আদায়ে বিপর্যয়

পরের সংবাদ

শ্রীনগর : মাদক-জুয়া নিষেধ করায় ছুরিকাঘাত

প্রকাশিত: সেপ্টেম্বর ৯, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: সেপ্টেম্বর ৯, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি : শ্রীনগরে মাদক সেবন ও জুয়া খেলতে নিষেধ করায় এক যুবককে ছুরিকাঘাত করা হয়েছে। উপজেলার রাঢ়ীখাল গ্রামে গত বুধবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
উত্তর রাঢ়ীখালের সাদ্দাম হোসেন (৩৩) অভিযোগ করে বলেন, একই এলাকার সেলিম খান (৫০) ও লাল মিয়াসহ (৬০) অজ্ঞাত কয়েকজন দীর্ঘদিন ধরে এলাকায় প্রকাশ্যে মাদক সেবন ও জুয়া খেলে আসছে। আমার ছোট ভাই শাওন (২৪) তাদের মাদক সেবন ও জুয়া খেলতে নিষেধ করলে তারা ক্ষিপ্ত হয়। গত বুধবার রাত সাড়ে ৮টার দিকে দোকান থেকে সদাই কিনে ফেরার পথে উত্তরণ যুবসংঘ ক্লাবের সামনে সেলিম ও লাল মিয়াসহ কয়েকজন ছুরি, চাপাতি ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। হামলাকারীরা শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করে। শাওন রক্তাক্ত জখম হয়ে লুটিয়ে পড়ে। স্থানীয় লোকজন তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে চিকিৎসক ঢাকায় রেফার করেন। এ বিষয়ে শ্রীনগর থানায় লিখিত অভিযোগ দিয়েছি।
থানার ওসি আমিনুল ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়