বাম গণতান্ত্রিক জোটের হুঁশিয়ারি : দমন-পীড়ন করে গদি রক্ষা করা যাবে না

আগের সংবাদ

চার কারণে ভ্যাট আদায়ে বিপর্যয়

পরের সংবাদ

জামিনে মুক্ত : মেলান্দহে মামলা তুলে নিতে বাদীকে হত্যার হুমকি

প্রকাশিত: সেপ্টেম্বর ৯, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: সেপ্টেম্বর ৯, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি : মেলান্দহ উপজেলার শফিউল আলম মুছার হত্যা মামলা তুলে নিতে বাদী ও তার পরিবারকে হত্যার হুমকি দেয়ার অভিযোগ উঠেছে হত্যা মামলার আসামের বিরুদ্ধে। গতকাল বৃহস্পতিবার হত্যা মামলার বাদী ও তার পরিবারের জীবনের নিরাপত্তা চেয়ে নিহত মুছার ছোট ভাই মো. ওবায়দুল মেলান্দহ থানায় জিডি করেছেন। হত্যা মামলার বাদী মো. ওবায়দুল বলেন, ভাই হত্যার ঘটনায় মামলার আসামিরাসহ তাদের সমর্থকরা বিভিন্ন সময়ে মামলা তুলে নিতে তাকে চাপ সৃষ্টিসহ হত্যার হুমকি দিয়ে আসছে।
অভিযুক্ত আসামি মো. আলাল ও রফিকের মোবাইল ফোনে যোগাযোগ করলে এ বিষয় নিয়ে কথা বলতে গেলে মোবাইল ফোন কেটে দেন। মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেলোয়ার হোসেন বলেন, তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়