বাম গণতান্ত্রিক জোটের হুঁশিয়ারি : দমন-পীড়ন করে গদি রক্ষা করা যাবে না

আগের সংবাদ

চার কারণে ভ্যাট আদায়ে বিপর্যয়

পরের সংবাদ

‘গণমাধ্যমে লিখে কিছু করতে পারবেন না’

প্রকাশিত: সেপ্টেম্বর ৯, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: সেপ্টেম্বর ৯, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধি : তারাকান্দা উপজেলার মাধ্যমিক একাডেমি সুপারভাইজার সুজন কুমার বিশ্বাসের বিরুদ্ধে সাংবাদিকদের ওপর অসৌজন্যমূলক আচরণসহ নানা অনিয়মের অভিযোগ উঠেছে। বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে গত ২৪ আগস্ট থেকে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী নতুন সময়সূচিতে সরকারি ও স্বায়ত্তশাসিত অফিসের কার্যক্রম শুরু হয়েছে। নতুন সময়সূচি অনুযায়ী সকাল ৮টা থেকে বিকাল ৩টা পর্যন্ত চলবে অফিস। কিন্তু তারাকান্দা উপজেলায় মাধ্যমিক একাডেমি সুপারভাইজার সরকারের নিয়মনীতির তোয়াক্কা না করে নিজ ইচ্ছা-স্বাধীনভাবে অফিস করছেন। বিষয়টির সত্যতা যাচাইয়ে গতকাল বৃহস্পতিবার অফিসে গেলে একাডেমি সুপারভাইজারকে অফিসে পাওয়া যায়নি। পরে দুপুর ১২টার দিকে মাধ্যমিক শিক্ষা অফিসারের কার্যালয়ে প্রবেশ করেন তিনি। এ ব্যাপারে তথ্য জানতে গেলে তিনি সাংবাদিকদের ওপর চড়াও হন এবং বলেন, ‘এ বিষয়ে গণমাধ্যমে লিখে কিছু করতে পারবেন না।’ জানা গেছে, তারাকান্দা মাধ্যমিক একাডেমি সুপারভাইজার সুজন কুমার বিশ্বাস তারাকান্দা উপজেলায় ২০১৫ সালের ৬ সেপ্টেম্বর যোগদান করেন তিনি। সরকারি কর্মচারীদের তিন বছর অন্তর অন্তর বদলির বিধান রয়েছে। কিন্তু সুজন কুমার বিশ্বাস অজানা কারণে অদৃশ্য কোনো খুঁটির জোরে তারাকান্দা উপজেলায় বহাল তবিয়তে চাকরি করছেন। এ ব্যাপারে ময়মনসিংহ জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রফিকুল ইসলাম বলেন, ‘সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করার প্রশ্নই আসে না। সুজন কুমার বিশ্বাসের বদলির বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’ তারাকান্দা উপজেলা নির্বাহী অফিসার মিজাবে রহমত জানান, অফিসে না আসার বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়