বাম গণতান্ত্রিক জোটের হুঁশিয়ারি : দমন-পীড়ন করে গদি রক্ষা করা যাবে না

আগের সংবাদ

চার কারণে ভ্যাট আদায়ে বিপর্যয়

পরের সংবাদ

ওরিয়ন ইনফিউশন দর বাড়ার শীর্ষে

প্রকাশিত: সেপ্টেম্বর ৯, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: সেপ্টেম্বর ৯, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : সপ্তাহের শেষ কার্যদিবস গতকাল বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৭২টির বা ১৯ শতাংশের শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। কোম্পানিগুলোর মধ্যে ওরিয়ন ইনফিউশনের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ ছিল সবচেয়ে বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
বাজার পর্যালোচনায় দেখা গেছে, আগের কার্যদিবসে ওরিয়ন ইনফিউশনের শেয়ারের ক্লোজিং দর ছিল ৩৮৫.৪০ টাকায়। গতকাল লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৪১৯ টাকায়। অর্থাৎ কোম্পানিটির শেয়ার দর ৩৩.৬০ টাকা বা ৮.৮১ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে ওরিয়ন ইনফিউশন ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে।
গতকাল ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে ওরিয়ন ফার্মার ৭.৫১ শতাংশ, সোনালী আঁশের ৭.৪৮ শতাংশ, ইয়াকিন পলিমারের ৭.২৭ শতাংশ, কোহিনুর কেমিক্যালের ৭.১৪ শতাংশ, বেক্সিমকোর ৬.২৭ শতাংশ, প্রাইম লাইফ ইন্স্যুরেন্সের ৫.৪৬ শতাংশ, এস আলমের ৫.৩৯ শতাংশ, স্কয়ার টেক্সটাইলের ৪.৯০ শতাংশ এবং মোজাফফর হোসাইন স্পিনিংয়ের শেয়ার দর ৪.৬৫ শতাংশ বেড়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়