বাম গণতান্ত্রিক জোটের হুঁশিয়ারি : দমন-পীড়ন করে গদি রক্ষা করা যাবে না

আগের সংবাদ

চার কারণে ভ্যাট আদায়ে বিপর্যয়

পরের সংবাদ

আইনমন্ত্রী অনিসুল হক : নিবন্ধন অধিদপ্তর অনেক দূর এগিয়েছে

প্রকাশিত: সেপ্টেম্বর ৯, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: সেপ্টেম্বর ৯, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

দীপক চন্দ্র পাল, ধামরাই (ঢাকা) থেকে: আইনমন্ত্রী অনিসুল হক বলেছেন, আমার বিশ্বাস, অবহেলিত অবস্থাকে পেছনে ফেলে বিগত সাড়ে ৭ বছরে নিবন্ধন অধিদপ্তর অনেক দূর এগিয়েছে। কর্মকর্তা কর্মচারীদের হতাশা দূর হয়েছে। কারণ বিগত সাড়ে ৭ বছর নিবন্ধন অধিদপ্তর উন্নয়নের ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন আনা করা হয়েছে। ধামরাইয়ের কালামপুর নব নির্মিত সাবরেজিস্ট্রি ভবন তার মধ্যে অন্যতম উদাহরণ। গতকাল বৃহস্পতিবার দুপুরে ধামরাইয়ের কালামপুর সাব রেজিস্ট্রি অফিসের ৩ কোটি টাকা ব্যয়ে নবনির্মিত ভবন উদ্ধোধনকালে মন্ত্রী এসব কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, আমি ২০১৪ সালের জানুয়ারিতে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণের পর নিবন্ধন অধিদপ্তরের কর্মকর্তাদের বিদেশে উন্নতমানের প্রশিক্ষণের ব্যবস্থা করেছি।
সাবরেজিস্ট্রি অফিসের নবনির্মিত ভবন উদ্ধোধন শেষে কালামপুর আমাতননেসা উচ্চ বালিকা বিদ্যালয় মাঠে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ধামরাইয়ের এমপি বীর মুক্তিযোদ্ধা বেনজীর আহমদ, সাবেক এমপি ও ধামরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এমএ মালেক।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিবন্ধন অধিদপ্তরের মহাপরিচালক শহিদুল আলম ঝিনুক। আরো বক্তব্য রাখেন ঢাকার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ভাস্কর দেবনাথ, ঢাকা জেলা রেজিস্ট্রার মোসা. সাদেকুর নাহার, ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মোহাম্মদ হাই জকী, ঢাকার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) মো. শহিদুল ইসলাম, ধামরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোহাদ্দেছ হোসেন, ধামরাইয়ের মেয়র গোলাম কবীর প্রমুখ।

২৪ ঘণ্টায় দেশে
৩৮৮ করোনা
রোগী শনাক্ত
কাগজ প্রতিবেদক : গত ২৪ ঘণ্টায় ৫২৪১টি নমুনা পরীক্ষা করে ৩৮৮ জন নতুন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। আর এ রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১ জনের। নমুনা পরীক্ষার বিপরীতে করোনা রোগীর শনাক্তের হার আবার ৭ শতাংশ ছাড়িয়েছে। নতুন রোগীদের নিয়ে দেশে শনাক্ত মোট কোভিড রোগীর সংখ্যা বেড়ে ২০ লাখ ১৪ হাজার ৭৭ জন হয়েছে। তাদের মধ্যে মোট ২৯ হাজার ৩৩০ জনের মৃত্যু রয়েছে। গতকাল বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার বেড়ে দাঁড়িয়েছে ৭ দশমিক ৪০ শতাংশে, যা আগের দিন ৬ দশমিক ৯৪ শতাংশ ছিল। এক মাস পর গত সোমবার একদিনে ৩৩৩ বেশি কোভিড রোগী শনাক্তের কথা জানায় স্বাস্থ্য অধিদপ্তর। সেদিন শনাক্তের হার ছিল ৬ দশমিক ৬৮ শতাংশ। পরেরদিন মঙ্গলবার শনাক্ত হয় ৩১৩ জন নতুন রোগী, শনাক্তের হার আরো বেড়ে ৬ দশমিক ৭১ শতাংশ হয়। গত বুধবার নতুন রোগীর সংখ্যা কিছুটা কমে ২৮২ জন হলেও শনাক্তের হার বেড়ে ৭ শতাংশের কাছাকাছি পৌঁছে যায়। গতকাল বৃহস্পতিবার শনাক্ত রোগী ৪০০ এর কাছাকাছি পৌঁছে যাওয়ার পাশাপাশি শনাক্তের হার বেড়ে সাড়ে ৭ শতাংশের কাছাকাছি পৌঁছাল।
গত ২৪ ঘণ্টায় ২২৭ জন কোভিড রোগীর সেরে ওঠার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তাদের নিয়ে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৫৮ হাজার ৪৭ জন।

প্রসঙ্গত, দেশে করোনা ভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত ২০২০ সালের ৮ মার্চ। ডেল্টা ভ্যারিয়েন্টের ব্যাপক বিস্তারের মধ্যে গত বছরের ২৮ জুলাই দেশে রেকর্ড ১৬ হাজার ২৩০ জন নতুন রোগী শনাক্ত হয়। প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ২০২০ সালের ১৮ মার্চ দেশে করোনায় প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। ২০২১ সালের ৫ আগস্ট ও ১০ আগস্ট ২৬৪ জন করে মৃত্যুর খবর আসে, যা মহামারির মধ্যে একদিনের সর্বোচ্চ সংখ্যা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়