৪ বোন চুরি করেই পালাত অন্য জেলায়

আগের সংবাদ

সফরে প্রাপ্তির পাল্লাই ভারী

পরের সংবাদ

৮৪ বছরের নারীর ম্যারাথন দৌড়

প্রকাশিত: সেপ্টেম্বর ৮, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: সেপ্টেম্বর ৮, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ ডেস্ক : যুক্তরাজ্যের নাগরিক বারবারা ঠাকরে, বয়স ৮৪ বছর। এই বয়সে নাতি-নাতনিদের সঙ্গে হেসে-খেলে অবসর জীবন কাটানোর কথা তাঁর। কিন্তু বারবারা দৌড়াচ্ছেন। নিয়মিত ব্যায়াম করছেন। শুধু কি তাই, ৮৪ বছর বয়সে এসে এই নারী ম্যারাথনে অংশ নিয়েছেন। সোয়া ঘণ্টার বেশি সময় টানা দৌড়েছেন।
ব্রিটিশ সংবাদমাধ্যমের বরাতে গতকাল মঙ্গলবার এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে, গত রোববার যুক্তরাজ্যের উত্তর-পশ্চিমাঞ্চলের আল্ট্রিনচামে ম্যারাথনে অংশ নিয়েছিলেন বারবারা। এই আয়োজনে তিনি টানা ১ ঘণ্টা ২৬ মিনিট ৪৫ সেকেন্ড দৌড়েছেন। এ সময় বারবারার সঙ্গে তাঁর ছেলে জেমসও দৌড়ে অংশ নেন।
ম্যারাথনে অংশ নেওয়ার জন্য দীর্ঘদিন ধরে অনুশীলন করেছেন বারবারা। এক সাক্ষাৎকারে বারবারা জানান, তিনি যখন দৌড় শুরু করেছিলেন, তখন তাঁর বয়স ছিল ৭৭ বছর। সাত বছর ধরে কঠোর অনুশীলন করছেন তিনি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়