৪ বোন চুরি করেই পালাত অন্য জেলায়

আগের সংবাদ

সফরে প্রাপ্তির পাল্লাই ভারী

পরের সংবাদ

সন্তান বাঁচাতে বাঘের সঙ্গে লড়াই

প্রকাশিত: সেপ্টেম্বর ৮, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: সেপ্টেম্বর ৮, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ ডেস্ক : ভারতের মধ্যপ্রদেশে বন থেকে হঠাৎই লোকালয়ে এসে দেড় বছরের এক শিশুকে আক্রমণ করে বসে বাঘ। তাকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে। শিশুটির মা অর্চনা চৌধুরী তখন সন্তানকে বাঁচাতে খালি হাতেই বাঘের সঙ্গে লড়াইয়ের চেষ্টা চালান। কয়েক মিনিট ধরে চলে সে লড়াই। পরে এলাকাবাসী এসে তাঁদের উদ্ধার করে। আহত অবস্থায় মা ও সন্তানকে হাসপাতালে ভর্তি করা হয়। বিবিসির খবরে বলা হয়েছে, গত রোববার মধ্যপ্রদেশের বান্ধবগড় টাইগার রিজার্ভ এলাকার কাছে এ ঘটনা ঘটেছে। ঘটনার সময় অর্চনা এবং তাঁর ছেলে একটি মাঠে ছিলেন। ভারতে বাঘের জন্য সংরক্ষিত এলাকাগুলোর কাছে বসবাসকারী মানুষের ওপর জীবজন্তুর হামলা নতুন কিছু নয়। বিবিসি হিন্দিকে দেওয়া সাক্ষাৎকারে গ্রামবাসী বলেন, শুধু বাঘই নয়, হাতিও তাঁদের গ্রামে ঢুকে ফসল নষ্ট করে ফেলে। টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়, বাঘটি ওই শিশুর মাথার মধ্যে দাঁত বসিয়ে শিশুটিকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল। তখন শিশুটিকে বাঁচাতে মা বাঘের সঙ্গে লড়াইয়ের চেষ্টা করেন। ওই নারীর চিৎকার শুনে আশপাশের গ্রামের বাসিন্দারা লাঠি নিয়ে সেখানে ছুটে আসেন এবং বাঘটিকে তাড়িয়ে দেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়