গাজীপুরে সালনা রিসোর্ট ও পিকনিক স্পট উদ্বোধন

আগের সংবাদ

ব্যবসায়ীদের দাবি : দাম বাড়িয়েও পোষাচ্ছে না

পরের সংবাদ

১২০ বছর বয়সে মিলল বয়স্কভাতা

প্রকাশিত: সেপ্টেম্বর ৭, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: সেপ্টেম্বর ৭, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধি : এনআইডিতে বয়সের সমস্যা থাকার কারণে সরকারের দেয়া নানান সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত ছিলেন আমেনা খাতুন। অবশেষে বয়স্কভাতার কার্ড পেলেন ১২০ বছর বয়সে। ১৯০২ সালে তার জন্ম হয়। জাতীয় পরিচয়পত্র অনুযায়ী বয়স ৩৩ বছর। ৩৫ বছর আগে আমেনা খাতুনের স্বামী মারা যান। স্বামীসহ ৭ ছেলেমেয়ের সংসার ছিল তার। স্বামীর মৃত্যুর পর থেকে সন্তান ও নাতি-নাতনির সঙ্গে তার বসবাস। ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় গালাগাঁও ইউনিয়নের দর্জি গাতি গ্রামের সামেদ আলীর স্ত্রী আমেনা খাতুন। পরিবারের সদস্যরা জানান, আমেনা খাতুনের বয়স ১২০ বছর। তিনি গ্রামের সবচেয়ে প্রবীণ মানুষ। এ বিষয়ে আমিনা খাতুন জানান, শারীরিক অবস্থা তেমন ভালো যাচ্ছে না। তবে লাঠিতে ভর দিয়ে এখনো হেঁটে কোনোমতে চলাফেরা করতে পারেন। সরকারের দেয়া বয়স্কভাতা পেয়ে খুব খুশি। তবে আর কতদিন বাঁচবেন সেটা নিয়েও চিন্তিত তিনি। স্বামী-সন্তান হারানোর বেদনা প্রায়ই তাকে যন্ত্রণা দেয়। তাই বেশিদিন বাঁচার ইচ্ছা নেই তার। প্রিয়জনদের হারিয়ে দিশেহারা। বিষয়টি নিশ্চিত করে উপজেলা সমাজসেবা অফিসার রুবেল মণ্ডল জানান, জাতীয় পরিচয়পত্রের বয়সের গরমিল থাকার কারণে তাকে বয়স্কভাতা দেয়া সম্ভব হয়নি। জাতীয় পরিচয়পত্রের বয়স সংশোধন করে আমেনা খাতুনের বসত বাড়িতে গিয়ে বয়স্কভাতার কার্ডটি তার হাতে দিই।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়