গাজীপুরে সালনা রিসোর্ট ও পিকনিক স্পট উদ্বোধন

আগের সংবাদ

ব্যবসায়ীদের দাবি : দাম বাড়িয়েও পোষাচ্ছে না

পরের সংবাদ

‘সোজন বাদিয়ার ঘাট’ আসছে পর্দায়

প্রকাশিত: সেপ্টেম্বর ৭, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: সেপ্টেম্বর ৭, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

বিনোদন প্রতিবেদক : শিমুলতলী গ্রামে বাস করে দুই সম্প্রদায় মুসলিম ও হিন্দু। ধর্মে পৃথক হলেও তাদের মধ্যে ভ্রাতৃত্বের সম্পর্ক। পুরো গ্রাম মিলে যেন একটি পরিবার। এই গ্রামের ভিন্ন ধর্মের দুই কিশোর-কিশোরী সোজন ও দুলী। ছোটবেলা থেকেই তারা একে অপরের খেলার সাথী, আপনজন। তবে তাদের মধুর সম্পর্ক এক সময় রূপ নেয় বিরহে। গ্রামে সংঘাত বাঁধে। তার করুণ পরিণতি আছড়ে পড়ে সোজন-দুলীর ওপর। ‘সোজন বাদিয়ার ঘাট’ কাব্যগ্রন্থে কবি জসীম উদদীন তাদের গল্প বলেছেন কবিতার ছন্দে। বিখ্যাত চরিত্র সোজন ও দুলী এবার বইয়ের পাতা থেকে উঠে আসবে সিনেমার পর্দায়। ‘সোজন বাদিয়ার ঘাট’ নিয়ে সিনেমা বানাচ্ছেন তানভীর মোকাম্মেল। ‘রূপসা নদীর বাঁকে’র পর এটিই হতে যাচ্ছে নির্মাতার নতুন কাহিনীচিত্র। জানা গেছে, কাব্যগ্রন্থের নামেই সিনেমাটির নাম রাখা হবে। এ সিনেমায় সোজন-দুলী চরিত্রে কারা অভিনয় করবেন, সেটি এখনো চূড়ান্ত হয়নি। অভিনয়শিল্পী বাছাই চলছে বলে জানিয়েছেন নির্মাতা। একই সঙ্গে চলছে লোকেশন দেখার কাজও। কাব্যগ্রন্থ ‘সোজন বাদিয়ার ঘাট’ অবলম্বনে সিনেমাটির চিত্রনাট্য রচনা ও পরিচালনা করবেন তানভীর মোকাম্মেল। চিত্রগ্রহণে থাকবেন রাকিবুল হাসান। প্রধান সহকারী পরিচালক ও শিল্পনির্দেশকের দায়িত্ব পালন করবেন উত্তম গুহ। সম্পাদনা করবেন মহাদেব শী, আবহসংগীত পরিচালনা করবেন সৈয়দ সাবাব আলী আরজু। কাস্টিং ও কস্টিউম ডিরেক্টর চিত্রলেখা গুহ। ‘সোজন বাদিয়ার ঘাট’ সিনেমার সহকারী পরিচালকরা হচ্ছেন সৈয়দ সাবাব আলী আরজু, সগীর মোস্তফা ও রানা মাসুদ। সিনেমাটি প্রযোজনা করবে কিনো-আই ফিল্মস। সহপ্রযোজনা করবেন হাসনা জসীম উদদীন মওদুদ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়