গাজীপুরে সালনা রিসোর্ট ও পিকনিক স্পট উদ্বোধন

আগের সংবাদ

ব্যবসায়ীদের দাবি : দাম বাড়িয়েও পোষাচ্ছে না

পরের সংবাদ

ভোগাইয়ে তীব্র ভাঙন : বসতবাড়ি ও স্থাপনাসহ বিস্তীর্র্ণ মাঠ বিলীন

প্রকাশিত: সেপ্টেম্বর ৭, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: সেপ্টেম্বর ৭, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

শেরপুর প্রতিনিধি : শেরপুরের নালিতাবাড়ী পৌর শহরের তারাগঞ্জ আড়াইআনী এলাকার ভোগাই নদীতে তীব্র ভাঙন দেখা দিয়েছে। এতে নদীগর্ভে বিলীন হয়েছে কয়েকটি বসতবাড়ি ও স্থাপনাসহ বিস্তীর্র্ণ মাঠ। সম্প্রতি নদীর উত্তর পাড়ে ভাঙনের মাত্রা বেড়েছে।
নদী ভাঙনকবলিত লোকজন জানান, এবার বর্ষার শুরুতে দুদফা পাহাড়ি ঢলে নালিতাবাড়ী পৌর শহরের ভোগাই নদীতে পানির তীব্র স্রোত প্রবাহিত হয়। এতে দেখা দেয় নদী ভাঙন। দুই দফা পাহাড়ি ঢল আর নদী ভাঙনে বিলীন হয় কয়েকটি বসতবাড়ি ও স্থাপনাসহ বিস্তীর্ণ ফসলের মাঠ। তবে সম্প্রতি নদী ভাঙন বৃদ্ধি পাওয়ায় আতঙ্কিত হয়ে পড়েছেন দুটি রাইস মিল মালিকসহ এলাকাবাসী।
তারাগঞ্জ ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল জব্বার জানান, নদীর দক্ষিণ পাশে পানি উন্নয়ন বোর্ড বাঁধ নির্মাণ করায় সেখানে ভাঙন রোধ হয়েছে। তবে উত্তর পাশে বেড়েছে ভাঙন। এভাবে ভাঙন অব্যাহত থাকলে এখানকার দুটি রাইস মিল ও তারাগঞ্জ ফাজিল মাদ্রাসা ভবনসহ বেশ কিছু বাড়ি নদীগর্ভে বিলীন হবে। তিনি আরো বলেন, ‘আমরা চাই নদীভাঙন ঠেকাতে সরকার দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুক।’
শেরপুর পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা উপবিভাগীয় প্রকৌশলী মো. শাজাহান বলেন, নদী ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করা হয়েছে। এমনকি নদী ভাঙন ঠেকাতে কারিগরি কমিটি গঠন করা হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়