গাজীপুরে সালনা রিসোর্ট ও পিকনিক স্পট উদ্বোধন

আগের সংবাদ

ব্যবসায়ীদের দাবি : দাম বাড়িয়েও পোষাচ্ছে না

পরের সংবাদ

চাকরির নামে প্রতারণা : কেশবপুরে ভুয়া মেজর আটক

প্রকাশিত: সেপ্টেম্বর ৭, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: সেপ্টেম্বর ৭, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

জাহিদ আবেদীন বাবু, কেশবপুর (যশোর) থেকে : যশোরের কেশবপুরে মোয়াজ্জেম কবীর (৩৭) নামে এক ভুয়া মেজরকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার সকালে উপজেলার বগা মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মোয়াজ্জেম কবীর সাতক্ষীরা জেলার কালিগঞ্জ থানার শেখপাড়া গ্রামের শেখ আলী হোসেনের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে মোয়াজ্জেম কবীর নিজেকে সেনাবাহিনীর মেজর পরিচয় দিয়ে আসছিলেন। তিনি বিভিন্ন এলাকার লোকজনকে সেনাবাহিনীতে চাকরি দেয়ার কথা বলে টাকা আত্মসাৎ করেন। এ ঘটনার সত্যতা নিশ্চিত করে কেশবপুর থানার ওসি মোহাম্মদ বোরহান উদ্দীন জানান, গ্রেপ্তার মোয়াজ্জেম কবীরকে যশোর আদালতে সোপর্দ করা হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়