গাজীপুরে সালনা রিসোর্ট ও পিকনিক স্পট উদ্বোধন

আগের সংবাদ

ব্যবসায়ীদের দাবি : দাম বাড়িয়েও পোষাচ্ছে না

পরের সংবাদ

গুম-খুনের প্রতিবাদে আজ বাম জোটের সমাবেশ

প্রকাশিত: সেপ্টেম্বর ৭, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: সেপ্টেম্বর ৭, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : দমন-পীড়ন, হামলা-মামলা, গুম-খুনসহ রাষ্ট্রীয় সন্ত্রাসের প্রতিবাদে আজ বুধবার ঢাকায় সমাবেশ করবে বাম গণতান্ত্রিক জোট। সারাদেশে অব্যাহতভাবে বিরোধী দলসহ সাধারণ মানুষের ওপর হামলা-মামলা এবং গুম-খুনের প্রতিবাদে এ কর্মসূচি পালন করা হবে বলে জানিয়েছেন বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক রুহিন হোসেন প্রিন্স।
গতকাল মঙ্গলবার জোটের দেয়া এক বিবৃতিতে বলা হয়েছে, দেশে মানুষের ন্যূনতম গণতান্ত্রিক অধিকার নেই।
সর্বস্তরের মানুষ এক চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। ন্যায্য অধিকারের দাবিতে চলমান আন্দোলনকে হামলা-মামলার দ্বারা আক্রান্ত করা হচ্ছে এবং যারা কথা বলছে তারা পুলিশি আক্রমণ, গুম ও খুনের শিকার হচ্ছে।
ডিজিটাল নিরাপত্তা আইনের নামে জনগণকে অহেতুক হয়রানি করা এবং ভয়ের রাজনীতি প্রতিষ্ঠা করা হচ্ছে। এসবের বিরুদ্ধে মানুষের গণতান্ত্রিক অধিকারকে প্রতিষ্ঠা করতে জোরদার আন্দোলন গড়ে তোলার কোনো বিকল্প নেই। এ লক্ষ্যে আজ বিকাল ৫টায় ঢাকায় পুরানা পল্টন মোড়ে সমাবেশ অনুষ্ঠিত হবে। এই সমাবেশে বাম জোটের কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখবেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়