মা-বাবার অভিযোগ : মেয়ে ও জামাই বাড়ি দখল করতে মরিয়া

আগের সংবাদ

প্রতিবেশী কূটনীতির রোল মডেল : প্রধানমন্ত্রীর ভারত সফর

পরের সংবাদ

২৫শ মিটার নিষিদ্ধ জাল পুড়িয়ে ধ্বংস

প্রকাশিত: সেপ্টেম্বর ৬, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: সেপ্টেম্বর ৬, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : আদমদীঘির রক্তদহ বিলে অভিযান চালিয়ে ২ হাজার ৫০০ মিটার চায়না রিং জাল ও ক্যারেন্ট জাল জব্দ করেছেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সুজয় পাল। গতকাল সোমবার দুপুরে রক্তদহ বিলে অবৈধ ভাবে মাছ শিকারের সময় জালগুলো জব্দ করা হয়। পরে উপজেলা পরিষদ চত্বরে জব্দকরা জাল আগুনে পুড়ে ধ্বংস করা হয়েছে। জানা গেছে, গতকাল সোমবার সকালে আদমদীঘির রক্তদহ বিলে নিষিদ্ধ চায়না রিং জাল ও কারেন্ট জাল ব্যবহার করে অবৈধভাবে মাছ শিকার করা হচ্ছে। এমন সংবাদের ভিক্তিতে আদমদীঘি উপজেলা সিনিয়র মৎস্য অফিসার সুজয় পাল রক্তদহ বিলে অভিযান চালিয়ে অবৈধ ভাবে মাছ শিকার করার সময় প্রায় আড়াই লাখ টাকা মূল্যের ২ হাজার ৫০০ মিটার চায়না রিং জাল ও ক্যারেন্ট জাল জব্দ করেন। এ সময় মাছ শিকারিরা পালিয়ে যায়। বিকালে উপজেলা নির্বাহী অফিসার শ্রাবণী রায়ের উপস্থিতিতে জব্দ করা জাল আগুনে পুড়ে ধ্বংস করা হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়